কাঠমাণ্ডু, 27 জানুয়ারি: মারণ ভাইরাস করোনার হাত থেকে রক্ষা পেতে নেপাল সীমান্তে বিশেষ সতর্কতা জারি করল ভারত সরকার ৷ এই ভাইরাসের আতঙ্কে প্রভাব পড়ছে নেপালের পর্যটনে ৷ ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রকোপে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে 80 । আক্রান্তের সংখ্যা 2300 ৷ বিশ্বজুড়ে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে । প্রতিটি বিমানবন্দরেই চিন থেকে আগত যাত্রীদের বিশেষ থার্মাল স্ক্রিনিংয় করা হচ্ছে । ইতিমধ্যে নেপালে প্রথম এই ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । তারপর ভারত-নেপাল সীমান্তে কড়া সতর্কতা জারি হয়েছে ৷
নেপালের এক ছাত্র পড়াশোনার সূত্রে চিনে থাকেন । তিনি ছুটিতে বাড়ি ফিরেছেন ৷ পরীক্ষায় তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে । আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ দুর্গাপুরে পর্যটন সম্পর্কিত এক অনুষ্ঠানে যোগ দিতে এসে আজ নেপালের কনসাল জেনেরাল একনারায়ণ আরয়াল বলেন, "করোনা ভাইরাস নিয়ে সতর্ক নেপাল সরকার ৷ চিন থেকে আগত যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে ৷ নেপাল সীমান্তে বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে ।"