নয়াদিল্লি, 1 অগস্ট : ফ্রান্সের কাছ থেকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করল ভারত । নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে 2021-22 মেয়াদে এটিই হবে ভারতের প্রথম সভাপতিত্ব । দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি (Narendra Modi) এই বৈঠকে সভাপতিত্ব করবেন ৷ আগামী বছরের ডিসেম্বর মাসে কাউন্সিলের সভাপতিত্ব করবে ভারত ৷ ভারত উপকূল সুরক্ষা, শান্তিরক্ষা এবং সন্ত্রাস দমন-সহ তিনটি প্রধান ক্ষেত্রে অনুষ্ঠানের আয়োজন করবে ।
রাষ্ট্রসংঘে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন জানান, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) নয়াদিল্লির সভাপতিত্বের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হবেন যিনি এই বৈঠকের সভাপতিত্ব করবেন ৷ এদিনই ফ্রান্সের কাছ থেকে এই দায়িত্ব নিয়েছে ভারত ৷ রাষ্ট্রসংঘে ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেন, "ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ ৷ নিরাপত্তা পরিষদে ভারতকে ফ্রান্স যে সমর্থন দিয়েছিল তার জন্য আমি ফ্রান্সকে ধন্যবাদ জানাই ৷ আমাদের সভাপতিত্বের সময় আমাদের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি হল, উপকূল সুরক্ষা, শান্তিরক্ষা এবং সন্ত্রাস দমন ।"
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ তার এজেন্ডায় সিরিয়া (Syria), ইরাক (Iraq), সোমালিয়া (Somalia), ইয়ামেন (Yemen) এবং মধ্যপ্রাচ্য (Middle East)-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবে । নিরাপত্তা পরিষদ সোমালিয়া, মালি (Mali) এবং লেবাননে রাষ্ট্রপুঞ্জের অন্তর্বর্তীকালীন বাহিনীর (UN Interim Force in Lebanon) বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করতে পারে ।
ফরাসী দূত ইমানুয়েল লেনাইন (Emmanuel Lenain) বলেন, "আমরা ভারতের সঙ্গে উপকূল সুরক্ষা, শান্তিরক্ষা এবং সন্ত্রাস দমনের কৌশলগত বিষয়ে কাজ করতে এবং নিয়মভিত্তিক ব্যবস্থাকে সমর্থন করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ ।"