ঢাকা, 26 মার্চ : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু'দিনের সফরে বাংলাদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শেখ মুজিবর রহমানকে মরণোত্তর গান্ধি-শান্তি সম্মানে ভূষিত করলেন মোদি ৷ বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার হাতে তুলে দেন গান্ধি শান্তি সম্মান ৷ বললেন, " আজকের দিনটি আমার কাছে গুরুত্বপূর্ণ, স্মরণীয় ৷ এই বছরেই ভারত-বাংলাদেশ মৈত্রীর 50 বছর পূর্তি হচ্ছে ৷"
মুক্তিযুদ্ধের 50 বছর পার হয়েছে ৷ মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের নিবিড়তা তৈরি হয়েছে ৷ আজ সেই প্রসঙ্গ বার বার উঠে এল নরেন্দ্র মোদির গলায় ৷ মুক্তিযুদ্ধের সময় যে ভারতীয় জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের সম্মান জানান মোদি ৷ সম্মান জানান মুক্তিযোদ্ধাদেরও ৷