ইয়াঙ্গন (মায়ানমার), 3 ফেব্রুয়ারি : মায়ানমারে আন সান সু চি সরকারকে ক্ষমতা থেকে সরানো অপরিহার্য ছিল। সেনা অভ্যুত্থান নিয়ে মুখ খুলে এমনই দাবি করলেন সে দেশের সেনাপ্রধান জেনেরাল মিং অং হাইং।
আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে প্রবল চাপ। মায়ানমারে ফের নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গর্জে উঠেছে অন্যান্য দেশও। ঘরে-বাইরে এই চাপের মোকাবিলা করতে এ বার মুখ খুললেন মায়ানমারের সেনাপ্রধান জেনেরাল মিং অং হাইং। নিজের ফেসবুকের পাতায় তিনি লিখেছেন, ''দেশের জন্য এটা অপরিহার্য ছিল এবং সেই কারণেই আমাদের এই পথ বেছে নিতে হয়েছে।''
গত 1 ফেব্রুয়ারি মায়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে। প্রশাসক সু চি, প্রেসিডেন্ট ও অন্যান্য নেতাদের আটক করা হয়েছে বলে জানায় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। দেশে জরুরি অবস্থা জারি করে মায়নমারের সেনাবাহিনী ৷ আগামী এক বছর দেশ তাদের নিয়ন্ত্রণে থাকবে বলেও সেনার তরফে জানানো হয়েছে ৷
আরও পড়ুন: আটক সু চি, "জরুরি ভিত্তিতে" এক বছর সেনার দখলে মায়ানমার
মায়ানমারে ক্ষমতাসীন দলের সঙ্গে সেনার বেশ কয়েকদিন ধরেই দ্বন্দ্ব চলছে। গত বছর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সু চি-র দল এনএলডি। সেইসময় নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিল সেনা। যদিও, নির্বাচন কমিশনের তরফে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। তারপর থেকেই দেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছিল। তা-ই ঘটে দুদিন আগে।