কাবুল, 7 সেপ্টেম্বর : জল্পনার অবসান ঘটিয়ে আফগানিস্তানে নয়া সরকার ঘোষণা করল তালিবান ৷ মঙ্গলবার আফগানিস্তানে কেয়ারটেকার ক্যাবিনেটের নাম ঘোষণা করা হয়েছে ৷ গত বিশ বছর ধরে যেসব তালিব নেতারা মার্কিন মদতপুষ্ট আফগান সরকারের পতন ঘটাতে সাহায্য করেছে, তাদের উঁচু পদ দেওয়া হয়েছে ৷ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মোল্লাহ হাসান আখুন্দের ৷ তার দু‘জন ডেপুটির মধ্যে একজন হলেন মোল্লাহ আবদুল গনি বরাদর ৷ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন এবং আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ৷
পঞ্জশির দখল নিয়ে আফগানিস্তানে বজায় ছিল যুদ্ধের পরিবেশ ৷ সোমবার তালিবানের তরফে দাবি করা হয় পঞ্জশির দখলে এসেছে তাদের ৷ এখন থেকে সম্পূর্ণ আফগান ভূমি তাদের ৷ তালিবানদের কাবুল দখলের পর 22টা দিন কেটে গেলেও হাতের বাইরে ছিল পঞ্জশির ৷ লড়াই চালাচ্ছিলেন আহমেদ মাসুদ ৷ কিন্তু বেশিদিন প্রতিরোধ বজায় রাখতে পারলেন না তিনি ৷ সোমবার তাদের তরফে দাবি করা হয়, সব বিরোধিতা গুঁড়িয়ে হিন্দুকুশ পাহাড়ের কোলে অবস্থিত পঞ্জশিরও দখল করে ফেলেছে তারা ৷ আর তারপরই নাকি তালিবানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন নর্দার্ন অ্য়ালায়েন্সের অন্যতম নেতা 32 বছরের আহমেদ মাসুদ ৷ এরপরই নতুন সরকারের ঘোষণা করল তালিবান ৷