পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আজ ট্রাম্পের কাশ্মীর-প্রশ্নের "জবাব" দেবেন মোদি - summit

আজ G7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল সন্ধ্যাতেই তিনি বাহরিন থেকে ফ্রান্সের বিয়ারিৎজ়ের উদ্দেশে রওনা দেন । তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ । জানা গেছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বক্তব্য রাখবেন । তারপরই সাক্ষাৎ হবে মোদি-ট্রাম্পের ।

trump

By

Published : Aug 26, 2019, 10:55 AM IST

প্যারিস, 26 অগাস্ট : কেটেছে 21 দিন । কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় । সরকার অবশ্য দাবি করছে, কাশ্মীর শান্ত । কিন্তু, পিছন থেকে চাপ বাড়াচ্ছে পাকিস্তান । চিনের সাহায্য নিয়ে আন্তর্জাতিক মহলেও দরবার করছে তারা । বারবার মুখ পুড়ছে । কিন্তু, হার মানতে চাইছেন না ইমরান !

কাশ্মীর অভ্যন্তরীণ ইশু । একাধিকবার জানিয়েছে ভারত । এমন কী, দিন দশেক আগে হওয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠককে একপ্রকার পাত্তাই দেয়নি । পরে সাংবাদিক বৈঠক থেকে নিরাপত্তা পরিষদের ভারতীয় প্রতিনিধি আকবরুদ্দিন বলেন, "ভারত অভ্যন্তরীণ বিষয়ে কাউকে নাক গলাতে দেবে না ।" আর পাকিস্তানের সঙ্গে কথা ? জবাবে তিনি বলেন, "প্রথমে সন্ত্রাস থামুক, পরে কথা হবে ।"

এর মাঝেই কাশ্মীর নিয়ে দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানদের পাশে পেয়েছেন নরেন্দ্র মোদি । কিন্তু, ট্রাম্প সেভাবে সমর্থনের কথা বলেননি । ধরি মাছ না ছুঁই পানির মতো তিনি বারবার বলেছেন, 'মধ্যস্থতায় রাজি ।' ভারত জানিয়ে দিয়েছে, 'তৃতীয় পক্ষ নাক গলাবে না । কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় ।' এই অবস্থায় দাঁড়িয়ে আজ হতে পারে মোদি-ট্রাম্প সাক্ষাৎ ।

আজ G7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল সন্ধ্যাতেই তিনি বাহরিন থেকে ফ্রান্সের বিয়ারিৎজ়ের উদ্দেশে রওনা দেন । তাঁকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ । জানা গেছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বক্তব্য রাখবেন ।

সম্মেলনের পর সাক্ষাৎ হতে পারে মোদি-ট্রাম্পের । সেখানে উঠে আসবে কাশ্মীর ইশু । অ্যামেরিকার এক প্রশাসনিক আধিকারিকের কথায়, "মোদির কাছ থেকে ট্রাম্প জানতে চাইবেন, বিচ্ছিন্ন অশান্তি এড়াতে ও কাশ্মীরে মানবাধিকার রক্ষায় কী কী পদক্ষেপ গ্রহণ করছে ভারত ?" তিনি আরও বলেন, "আমরা চাই, ভারত-পাকিস্তান সম্পর্ক ঠিকঠাক হোক । কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয় । তবে, প্রেসিডেন্ট ট্রাম্প, মোদির কাছে জানতে চাইবেন, কীভাবে প্রধানমন্ত্রী মোদি কাশ্মীরে অশান্তি এড়িয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন ? সেইসঙ্গে বাণিজ্যে যেভাবে প্রভাব পড়ছে তা কী করে সামাল দেবেন তাও জানতে চাইবেন ।"

বিদেশমন্ত্রক অবশ্য আশাবাদী । নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, "যতই প্রশ্নবাণ আসুক প্রধানমন্ত্রী সামলে দেবেন । বোঝাবেন কেন 370 ধারা প্রত্যাহার জরুরি ছিল । সেইসঙ্গে উল্লেখ করবেন কীভাবে পাকিস্তান পিছন থেকে হামলা চালায় । তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেবিষয়ে আগে ভাবা উচিত ।"

ABOUT THE AUTHOR

...view details