কাবুল, 9 জানুয়ারি : আফগানিস্তানে হেলিকপ্টার ভেঙে পড়ে প্রাণ হারালেন দুই জওয়ান । গতকাল দুপুরে ঘটনাটি ঘটে আফগানিস্তানের পোরচামান জেলার ফারা প্রদেশে ।
আফগানিস্তানে কপ্টার ভেঙে মৃ্ত 2 সেনাকর্মী - শহিদ দুই জওয়ান
অবতরণের সময় আফগান বায়ুসেনার হেলিকপ্টার MI-35 ভেঙে মৃত্যু হল দুই সেনা জওয়ানের । ঘটনাটি ঘটে গতকাল দুপুরে ।
ছবিটি প্রতীকী
আফগানিস্তানের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, অবতরণের সময় আফগান বায়ুসেনার হেলিকপ্টার MI-35 টি ভেঙে পড়ে । যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা বলে জানিয়েছেন রহুল্লা আহমাদজ়ি, আফগানিস্তানের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ।
তিনি আরও জানিয়েছেন, হেলিকপ্টারটি সেইসময় পোরচামান জেলায় অস্ত্র সরবরাহের জন্য যাচ্ছিল ।