নয়া দিল্লি, 9 জুন : 23 মে অ্যান্টিগার জলি হারবার থেকে হঠাৎ উধাও হন পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ এরপর সন্দেহজনক অবস্থায় আরেকটি ক্যারিবিয়ান দ্বীপ ডমিনিকার উপকূল থেকে খুঁজে পাওয়া যায় ৷ বেআইনি ভাবে দ্বীপে প্রবেশ করেছেন এই অভিযোগে মেহুলকে গ্রেপ্তার করে ডমিনিকার পুলিশ ৷ সেখানে আদালতে তিনি দাবি করেন যে 23 মে বিকেলে তাঁর "গার্লফ্রেন্ড" বারবারা জাবারিকা তাঁকে ডেকে পাঠিয়েছিলেন ৷ সেখান থেকে 8-10 জন নিজেদের অ্যান্টিগার পুলিশ বলে দাবি করে অপহরণ করে তুলে নিয়ে এসেছে ৷ মারধর করেছে, কিন্তু তাঁর গার্লফ্রেন্ড কোনও বাধা দেয়নি ৷ এই ষড়যন্ত্রে বারবারা জড়িত ৷ অ্যান্টিগার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউনও জানান যে, অ্যান্টিগার নাগরিক মেহুল চোক্সি তাঁর গার্লফ্রেন্ড বারবারা জাবারিকার সঙ্গে ডমিনিকায় পালিয়ে গিয়েছেন ৷ কিন্তু কী বলছেন অভিযুক্ত বারবারা ? ভারতে একাধিক সংবাদমাধ্যমে এতদিনে মুখ খুললেন তিনি ৷
প্রশ্ন : মেহুল চোক্সিকে "হানি ট্র্যাপ" করার জন্য গার্লফ্রেন্ড বারবারাকে নিযুক্ত করেছিল ভারতীয় গোয়েন্দা দফতর ৷ যাতে অ্যান্টিগা থেকে ডমিনিকা আর তার পর ভারতে নিয়ে আসা যায় পলাতক মেহুল চোক্সিকে ৷
বারবারা জাবারিকা : কোনও ভারতীয় গোয়েন্দা সংস্থার যদি আমাকে দিয়ে এরকম "হানি ট্র্যাপ" করানোর থাকত, তাহলে গত এক বছর ধরে তা করল না কেন ? যখন আমরা ডেটিং করেছি ৷ সেখানে একশো রকমের সুযোগ ছিল ৷ চোক্সি আমার বাড়িতে আসতে চাইত, এসেছেও ৷ 23 মে-র বিকেল পাঁচটার মতো একটা ব্যস্ত সময়ে, ব্যস্ত জায়গায়, যখন সবাই চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কেউ পরিবারের সঙ্গে, কেউ সমুদ্রের ধারে রয়েছে, বারান্দায় বসে রয়েছে ৷ রবিবারের এমন বিকেলে এটা অসম্ভব ৷ সেটা তো সন্ধে 7 টার অন্ধকারেও করা যেত, যখন সমুদ্রের ধার ফাঁকা থাকে ৷
প্রশ্ন : ওই দিন বারবারার সঙ্গে মেহুলের দেখা হয়েছিল
বারবারা জাবারিকা : আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করে জলি হারবারে এসেছিলাম সাড়ে এগারোটা বা বারোটা নাগাদ ৷ মেহুল জোর করছিল ওর সঙ্গে আসার জন্য ৷ কিন্তু আমি বলি যে, আমার কাজ আছে, অন্য দ্বীপে যেতে হবে, সব সময় অ্যান্টিগায় থাকা সম্ভব নয় ৷ ওটাই শেষ সাক্ষাৎ ৷ তার পর ইউরোপে গিয়েও হোয়্যাটসঅ্যাপে সপ্তাহে কয়েকবার কথা হত ৷ ওই দিন ব্রেকফাস্টে চোক্সি জানিয়েছিল "ভয় না পাওয়া অভ্যাস করছি" ৷
প্রশ্ন : হোয়্যাটসঅ্যাপ মেসেজ থেকে ধারণা করা যায় যে বারবারা ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু শুধুই বন্ধু নাকি অন্য কোনও গভীর সম্পর্ক ছিল?
বারবারা জাবারিকা : না, আমরা শুধুই বন্ধু ছিলাম ৷ আমাকে ব্যবসা করতে বলেছিল, তাতে ও বিনিয়োগ করবে ৷ চোক্সি বলেছিল, সে অবসর নিয়েছে ৷ আমি বলেছিলাম, আমার কোনও ইচ্ছে নেই, এটা আমার ব্যাকগ্রাউন্ড নয় ৷