রোজো, (ডমিনিকা) 15 জুন : মেহুলের আইনজীবীরা আরও সময় চাওয়ায় ডমিনিকার রোজ়াউ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার শুনানি স্থগিত রাখা হল 25 জুন পর্যন্ত ৷ ডমিনিকায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগে মামলা চলছে তার বিরুদ্ধে ৷ এই মামলা চলাকালীন ভারতের সিবিআই-সহ আট সদস্যের বিশেষ দল পলাতক ব্যবসায়ীকে ভারতে ফেরাতে ডমিনিকায় এসেছিল ৷ এখানকার আদালতে তাঁরা জানান যে, মেহুল এখনও ভারতীয় ৷ 1955-র সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে তার অন্য দেশের নাগরিকত্বের দাবি অবৈধ ৷ একটি হলফনামায় উল্লেখ করা হয়েছে "মেহুল চোক্সি একজন ভারতীয় নাগরিক ৷ তার ভারতীয় নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল ৷ ভারতের আইন অনুযায়ী তার ভারতীয় নাগরিকত্ব ছাড়ার দাবি সম্পূর্ণ ভুল ৷"
আরও পড়ুন : মেহুলকে জামিন দিল না ডমিনিকার হাইকোর্ট