দিল্লি, ১ মে: আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকাভুক্ত হল মাসুদ আজ়হার । দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে কূটনৈতিক জয় পেল ভারত । ভারত এর আগে চারবার মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব তুলেছিল। কিন্তু প্রতিবারই আপত্তি জানিয়েছিল চিন । তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করে এই বিষয়ে নিজেদের আপত্তি প্রত্যাহার করল বেজিং ।
রাষ্ট্রসংঘ পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই- মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণার পর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকব্বরউদ্দিন টুইট করেন । টুইটে লেখেন, সবাইকে অভিনন্দন । সমর্থন করার জন্য কৃতজ্ঞ । অবশেষে মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকাভুক্ত করল রাষ্ট্রসংঘ ।
মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত করার জন্য ভারত ছাড়াও ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স রাষ্ট্রসংঘের পাশাপাশি বেজিংয়ের উপরেও চাপ সৃষ্টি করেছিল । পুলওয়ামায় CRPF কনভয়ে হামলার পর গত মার্চে ফের মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘে প্রস্তাব আনে ভারত । তবে প্রস্তাবে "পদ্ধতিগত ত্রুটি" রয়েছে দাবি করে ভেটো দেয় চিন। বিষয়টি নিয়ে ফের আজ আলোচনায় বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । তারপর চিন তাদের ভেটো প্রত্যাহার করে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জেন সুওয়াং বলেন, "আজকের এই সিদ্ধান্তের পর বিশ্বে সন্ত্রাসবাদ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে ।"
সপ্তদশ লোকসভা নির্বাচনের মধ্যে ভারতের এই কূটনৈতিক জয়কে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । তাদের মতে, রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্তকে নির্বাচনী প্রচারে তুলে ধরে ফায়দা লুটবে BJP । রাষ্ট্রসংঘের আজকের ঘোষণার পর মোদি সরকারের পায়ের তলার মাটি আরও শক্ত হল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ।
উল্লেখ্য, গত সপ্তাহেই ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে চিনে যান । সেখানে গিয়ে তিনি ভারতে চলা বিভিন্ন হামলায় যে আজ়হার জড়িত সেই তথ্য-প্রমাণ পেশ করেন । পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে যে মাসুদের হাত ছিল সে বিষয়েও যথেষ্ট প্রমাণ দাখিল করেন বিদেশ সচিব । এরপরই আজ বেজিং মাসুদকে নিয়ে তাদের আপত্তি প্রত্যাহার করে।