পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

শ্রীলঙ্কায় 6 ঘণ্টায় 8টি বিস্ফোরণ, মৃত বেড়ে 207 - negombo

শ্রীলঙ্কায় একাধিক বিস্ফোরণের জেরে কমপক্ষে 207 জনের মৃত্যু হয়েছে । এরমধ্যে 35 জন বিদেশি রয়েছেন । জখম 250-র অধিক। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উত্তর অংশের একটি চার্চ ও নেগোম্বো শহরে বিস্ফোরণের ঘটনাগুলি ঘটেছে ।

বিস্ফোরণ

By

Published : Apr 21, 2019, 10:27 AM IST

Updated : Apr 21, 2019, 5:54 PM IST

কলম্বো, 21 এপ্রিল : ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় তিনটি চার্চে বিস্ফোরণ । পাশাপাশি রাজধানী কলম্বোর তিনটি হোটেলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে । বিস্ফোরণের জেরে কমপক্ষে 207 জনের মৃত্যু হয়েছে । এরমধ্যে 35 জন বিদেশি রয়েছেন । জখম 250-রও বেশি। দুপুরের দিকে আরও দুটি বিস্ফোরণ হয় । মৃত্যু হয়েছে দু'জনের।

কলম্বোর উত্তর অংশে কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণের ঘটনাগুলি ঘটেছে । কলম্বোর শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলেও বিস্ফেরণ হয় । এখনও চলছে উদ্ধারকাজ ।

শ্রীলঙ্কায় একাধিক বিস্ফোরণের জেরে অন্তত 80 জন জখম

বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যুর পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লেখেন, "ঘটনার কড়া নিন্দা করছি । এই ধরনের বর্বরতার কোনও জায়গা নেই । শ্রীলঙ্কাবাসীর পাশে আছি ।"

এদিকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঘটনায় শোকপ্রকাশ করে বলেন, "আমি কলম্বোতে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি । পরিস্থিতির উপর নজর রাখছি ।" তিনি টুইট করেন, কলম্বোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । নম্বরগুলি হল +94777903082, +94112422788, +94112422789, +94112422789 ।

Last Updated : Apr 21, 2019, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details