পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 4, 2020, 2:02 AM IST

ETV Bharat / international

"সত্যিকারের বন্ধু হওয়ার জন্য ভারতের কাছে কৃতজ্ঞ মালদ্বীপ"

আবদুল্লা শাহিদ টু্​ইটে লেখেন , "আজ, আমরা সেই শহিদদের স্মরণ করছি , যাঁরা আমাদের দেশের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন । আজ আমরা আমাদের সাহসী সৈন্যদের সম্মান করি , যাঁরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীরত্বপূর্ণ লড়াই করেছিলেন । 3 নভেম্বরের নায়কদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই ৷ "

India-Maldives
ভারতের কাছে কৃতজ্ঞ মালদ্বীপ

মালে (মালদ্বীপ) , 3 নভেম্বর : 1988 সালে মালদ্বীপে সরকারবিরোধী অভ্যুত্থান ঠেকাতে ‘অপারেশন ক্যাকটাস’ পরিচালনা করেছিল ভারতীয় সেনাবাহিনী । ভারতীয় সেনার সেই 'সময়োপযোগী এবং অমূল্য' সাহায্যের কথা স্মরণ করে , সেদেশের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ মঙ্গলবার জানিয়েছেন , "বিশ্বস্ত প্রতিবেশী এবং সত্যিকারের বন্ধু" হওয়ার জন্য মালদ্বীপ সবসময় দিল্লির প্রতি কৃতজ্ঞ থাকবে ।

আবদুল্লা শাহিদ টু্​ইটে লেখেন , "আজ, আমরা সেই শহিদদের স্মরণ করছি , যাঁরা আমাদের দেশের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন । আজ আমরা আমাদের সাহসী সৈন্যদের সম্মান করি , যাঁরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীরত্বপূর্ণ লড়াই করেছিলেন । 3 নভেম্বরের নায়কদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই ৷ "

টুইটে তিনি আরও জানান , " সত্যিকারের বন্ধুকে মূল্য দেওয়ার দিন আজ ৷ 1988 সালের 3 নভেম্বর দিনটিতে ভারতের সময়ের উপযোগী এবং অমূল্য সামরিক সহায়তা সবসময় মনে থাকবে । মালদ্বীপ সর্বদা বিশ্বস্ত প্রতিবেশী এবং সত্য বন্ধু হওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে ৷ "

32 বছর আগে , 1988 সালে, আবদুল্লা লুথুফির নেতৃত্বে মালদ্বীপের একটি দল মালদ্বীপের সরকার উৎখাত করার চেষ্টা করেছিল । শ্রীলঙ্কার একটি তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন তামিল এলমের পিপলস লিবারেশন অর্গানাইজেশনের (PLOTE) অধীনে ছিল এই দলটি । এরপরে মালদ্বীপকে সাহায্য করার জন্য 'অপারেশন ক্যাকটাস'-পরিচালনা করেছিল ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details