মিন্দানাও(ফিলিপিন্স), 16 ডিসেম্বর : কেঁপে উঠল ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপ । ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি দেওয়া তথ্যের অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.3। কম্পনের গভীরতা ছিল 10 কিলোমিটার। আজ ভোর চারটে 52 মিনিটে কম্পন অনুভূত হয় ৷
সরানগানি থেকে প্রায় 22 কিমি দক্ষিণে এবং জেনেরাল স্যান্টোস সিটির 105 কিমি দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির উৎসস্থান ৷ সরানগানি এবং বালুত দ্বীপের পাশাপাশি দক্ষিণ মিন্দানাও দ্বীপেও এই কম্পন অনুভূত হয় ৷