পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

গোতাবায়ার প্রেসিডেন্ট পদপ্রাপ্তি থেকে মুশারফের ফাঁসি, এক নজরে দক্ষিণ এশিয়া

নেপাল ও বাংলাদেশকে বাদ রাখলে দক্ষিণ এশিয়ার অন্য দেশ অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপে অর্থনৈতিক বৃদ্ধি গড়ের চেয়েও কম, এমনই জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ডাটা ৷ অর্থনৈতিক বৃদ্ধিই শুধু নয়, অর্থনৈতিক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলির ক্ষেত্রেও পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান শোচনীয় ৷ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত এক বছরে বেশ কিছু পটবদল হয়েছে ৷

এক নজরে দক্ষিণ এশিয়া
এক নজরে দক্ষিণ এশিয়া

By

Published : Dec 30, 2019, 2:17 PM IST

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত এক বছরে বেশ কিছু পটবদল হয়েছে ৷ নেপাল ও বাংলাদেশকে বাদ রাখলে দক্ষিণ এশিয়ার অন্য দেশ অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপে অর্থনৈতিক বৃদ্ধি গড়ের চেয়েও কম, এমনই জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ডাটা ৷ অর্থনৈতিক বৃদ্ধিই শুধু নয়, অর্থনৈতিক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলির ক্ষেত্রেও পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান শোচনীয় ৷ ভারতকে বাদ রাখলে হিংসা, সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় পাকিস্তানে সবচেয়ে বেশি সংখ্যকবার ইন্টারনেট ব্ল্যাক আউটের সাক্ষী ৷ এই প্রতিটি বিষয়ই কি শুধুমাত্র প্রভাব ফেলেছে গত এক বছরে মহাদেশীয় রাজনীতিতে, না অন্য কিছু ? দেখে নেওয়া যাক ৷

আফগানিস্তান

এ দেশের রাজনীতির মূল চরিত্র তালিবান ৷ 2019 সালের 28 নভেম্বর অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাঙ্কসগিভিং ভিজ়িটে এ দেশে আসেন , যে কোনও মূল্যে তালিবানরা চুক্তিতে রাজি, প্রেসিডেন্ট জানান এমনই ৷ অন্যদিকে, তালিবানদের মুখপাত্র জানান, অ্যামেরিকাই চুক্তির সময় টেবল থেকে সরে গেছে ৷ শান্তিপ্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে আফগানিস্তানের সঙ্গে অ্যামেরিকা যে সংঘর্ষবিরতি চুক্তির কথা বলেছিল, তা অবশ্য হল না ৷

আফগান রাজনীতির মূল চরিত্র তালিবান

পাকিস্তান

পাকিস্তানের ক্ষেত্রে 2019 সালে সবচেযে বড় সমস্যা অর্থনৈতিক বৃদ্ধি ৷ 4.8 শতাংশ নেমেছে GDP ৷ এদিকে, FATF-এর কালো তালিকায় (আর্থিক তছরুপ ও সন্ত্রাসে আর্থিক সহায়তা সংক্রান্ত বিষয়ে দেখভালকারী সংস্থা) পাকিস্তানের অন্তর্ভুক্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে | 22টি জবাব দিতে বাধ্য হয়েছে পাকিস্তান ৷ আন্তর্জাতিক স্তরে ফের সম্মানহানি হয়েছে সেদেশের ৷

17 ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে । 2007 সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় । 2014 সালেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয় ।

রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় সুইজ়ারল্যান্ডের এক দূতাবাস কর্মীকে অপহরণের অভিয়োগ ওঠে এ বছরেই৷ এই অপহরণের সঙ্গে নিশান্থা ডি সিলভা নামে এক তদন্তকারীর সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়৷ নিশান্থা রাজাপক্ষ সরকারের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তদন্তে যুক্ত ছিলেন ৷ উল্লেখযোগ্যভাবে 2019 সালের 16 নভেম্বর গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ৷

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দাদা মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী পদে বসানোর কথা ঘোষণা করলেন গোতাবায়া রাজাপক্ষে । নির্মম প্রক্রিয়ায় তামিল টাইগারদের বিদ্রোহ দমন করার অভিজ্ঞতা এবং মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে মাহিন্দার বিরুদ্ধে ৷

ক্ষমতায় গোতাবায়া রাজাপক্ষে

যদিও প্রথম অফিসিয়াল বিদেশ সফরে ভারতে এসেছেন গোতাবায়া ৷ কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে চিনের মধ্যে সেতু হিসাবে কাজ করেছে রাজাপক্ষ পরিবার, এ কথা অস্বীকারের কোনও জায়গা নেই ৷ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও এ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ ৷

মালদ্বীপ

দ্বীপরাষ্ট্রে কোস্টাল সার্ভিসেস রাডার সিস্টেম-এর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| ভারত ইলেকট্রনিক্সের তৈরি এই সিস্টেম ভারতের কাছে কৌশলগত সম্পদ ৷ চিনের প্রভাব কমানোর ক্ষেত্রে এটি কাজে লাগানো হবে বলেই মনে করা হচ্ছে ৷

মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ বৈধ কাগজ ছাড়াই তাঁর ভারতে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয় ৷ তাঁকে ফেরত পাঠায় ভারত ৷

দৃঢ় হল ভারত-মালদ্বীপ সম্পর্ক

বাংলাদেশ

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতির অন্যতম সংযোগস্থল এই দেশে একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী বেশ কয়েক জন রাজাকার শিরোমণিকে বিচার করে প্রাণদণ্ড কার্যকর করেছে শেখ হাসিনা সরকার ৷ ঢাকায় এ জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত বসিয়েছে তারা ৷ বছর শেষেই 10,789 জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রী, কিন্তু পরিচিত মুক্তিযোদ্ধা তো বটেই, মুক্তিযুদ্ধের সংগঠক কয়েক জনের নাম থাকায় তালিকা বাতিল করতে বাধ্য হয সরকার ৷ আন্তর্জাতিক স্তরে এই নিয়ে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে অস্বস্তিতে হাসিনা সরকার ৷

সন্ত্রাস ইশুতে জড়িয়েছে হাসিনা সরকারের নাম

নেপাল

নেপালের তরফে কাশ্মীরে 370 প্রত্যাহারের পর নয়া মানচিত্র নিয়ে আপত্তি তোলা হয়েছিল ৷ চিনের সঙ্গে নেপালের সম্পর্কের উন্নতি নিয়ে চিন্তায় ছিল ভারতও ৷ কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম পদক্ষেপও চলতি বছরে ভারত-নেপালের হাত ধরেই, মজবুত হল দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ৷ দক্ষিণ এশিয়ায় প্রথম আন্তর্জাতিক জ্বালানি পাইপলাইন প্রকল্পের সূচনা ৷

পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় 20 লক্ষ টন জ্বালানি নেপালে সরবরাহ করবে ভারত ৷ নতুন প্রযুক্তির ফলে নেপালের জ্বালানি পরিবহন খরচ কমবে ।

ভুটান

পর্যটন শুল্কে ভুটানের তরফে ভারত, মালদ্বীপ, বাংলাদেশের নাগরিকদের আর ছাড় মিলবে না ৷ এমনই একটি খসড়া তৈরি করে ফেলেছে ভুটান চিনের প্রভাবে এ কাজ তারা করছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাজনৈতিক মহল ৷ স্বাস্থ্য সংক্রান্ত চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে ৷ চিকিৎসকের সংখ্যা কম এ দেশে ৷

মায়ানমার

দক্ষিণ এশিয়ার না হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মায়ানমারই গত কয়েক বছরে মহাদেশের অন্যতম আলোচ্য হয়ে উঠেছে ৷

2017 সালে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল সেনাবাহিনী, অভিযোগ এমনই । অথচ তার দু’বছর আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করে আউন সাং সু কির দল ৷ তাঁর বিরুদ্ধে দ্য হেগে আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ৷

সেনাবাহিনীর যে অফিসাররা এক সময় সু কিকে গৃহবন্দী করে রাখেন, রোহিঙ্গা গণহত্যাকাণ্ডে তাঁদেরই পক্ষ নিয়েছেন নেত্রী, অভিযোগ এমনই ৷

আউন সাং সু কির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার একটি দেশ

ABOUT THE AUTHOR

...view details