লাহোর (পাকিস্তান), 13 জানুয়ারি : পারভেজ় মুশারফের মৃত্যুদণ্ড বাতিল করল পাকিস্তানের আদালত ৷ এর আগে পাকিস্তানের এক বিশেষ আদালত মুশারফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত করেছিল ৷ কিন্তু সেই রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে বলে সংবাদসংস্থা AFP-কে জানান পাকিস্তানের এক সরকারি আইনজীবী ৷
পাকিস্তানে বরাবরই উচ্চপদস্থ সেনা আধিকারিকরা বিচারব্যবস্থার ধরা-ছোঁয়ার বাইরে বিরাজ করেন ৷ সেখানে দাঁড়িয়ে প্রাক্তন সেনাপ্রধানকে এইভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া ছিল পাকিস্তানের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ৷ আজ লাহোরের এক উচ্চ আদালত নাকচ করে দেয় স্পেশাল কোর্টের ওই মৃত্যুদণ্ডের আদেশকে ৷
মামলা দায়ের হওয়া থেকে শুরু করে, আদালতের সাংবিধানিক ব্যবস্থা ও বিচারকমণ্ডলীর নির্বাচন, সবক্ষেত্রেই ত্রুটি ছিল ৷ সেই কারণেই মৃত্যুদণ্ডের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা AFP-কে জানান সরকারপক্ষের আইনজীবী ইশতিয়াক এ খান ৷ তিনি বলেন, " মুশারফ এখন মুক্ত ৷ এখন তাঁর উপর আর কোনও শাস্তি বলবৎ নেই ৷" তবে প্রাক্তন এই সেনাপ্রধানের বিরুদ্ধে ফের নতুন করে আদালতে মামলা করা যেতে পারে ৷ তবে তার জন্য ফেডারাল ক্যাবিনেটের অনুমতি লাগবে ৷
প্রসঙ্গত, মুশারফের বিরুদ্ধে 2013 সালে রাষ্ট্রদ্রোহিতার এই মামলাটি শুরু হয়েছিল ৷ 2007 সালে সংবিধানকে লঙ্ঘন করে দেশে জরুরি অবস্থা জারি করাকে ঘিরে এই মামলার সূত্রপাত ৷ দীর্ঘ 6 বছর ধরে মামলা চলার পর গত বছরে পারভেজ় মুশারফকে দোষী সাব্যস্ত করে ওই আদালত ৷