সিওল, 8 জানুয়ারি: বিশ্বের অন্য দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে হবে। এমনটাই মনে করছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ওই দেশের একটি বড় রাজনৈতিক সম্মেলনে এই কথা বলেছেন। ওই দেশের সরকারি সংবাদমাধ্যমের তরফে এটা জানানো হয়েছে। তবে কীভাবে বাকি বিশ্বের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের উন্নতিসাধন করা হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি কিম।
কিমকে একনায়ক বলেই চেনে গোটা বিশ্ব। গত কয়েক বছরে তিনি শুধু বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া-সহ বিশ্বের অনান্য দেশের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কও খুব একটা ভালো নয়। ওই দেশ নিয়ে নানা অভিযোগও শোনা যায়। তার পর হঠাৎ করে বাকি বিশ্বের সঙ্গে কেন ভালো সম্পর্ক তৈরি করতে চাইছেন কিম জং উন? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য যে উত্তর কোরিয়ার আর্থিক পরিস্থিতি একেবারেই ভালো নয়। সেই পরিস্থিতিতে কাটিয়ে ওঠার জন্য বাকি বিশ্বের সহায়তা প্রয়োজন। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের প্রয়োজন। সেই কারণেই কিম জং উন এমন একটি বার্তা দিয়েছেন।