কাবুল, 5 সেপ্টেম্বর : কাবুলের দখল নিতে পারলেও আফগানিস্তানের উত্তরপূর্বে (northeastern province) পঞ্জশির প্রদেশে (Panjshir) চলছে লড়াই ৷ একটি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 600 জন তালিবানিকে (Taliban) হত্যা করেছে পঞ্জশিরের প্রতিরোধ বাহিনী ৷ অন্যদিকে আজ পঞ্জশিরের রাজধানী বাজারাক (Bazarak) জয়ের দাবি করে টুইট করেছে তালিবানের "ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান" (Islamic Emirates of Afghanistan) ৷
শনিবার সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, আফগান প্রতিরোধ বাহিনীর (Afghan Resistance Forces) মুখপাত্র ফাহিম দস্তি (Fahim Dashti) একটি টুইটে লিখেছেন, "সকাল থেকে পঞ্জশিরের বিভিন্ন জেলায় প্রায় 600 জন তালিবানিকে মেরে ফেলা হয়েছে ৷ 1 হাজারেরও বেশি তালিবানির মধ্যে কাউকে আটক করা হয়েছে, কেউ বা আত্মসমর্পণ করেছে ৷" মুখপাত্র আরও জানিয়েছেন যে আফগানিস্তানের অন্য প্রদেশগুলিতেও সমস্যায় রয়েছে তালিবান গোষ্ঠী ৷
আরও পড়ুন : Taliban : তালিবানের সরকার গঠনের আগে কাবুলে পৌঁছলেন পাক গোয়েন্দা প্রধান
এর মধ্যে ওই অঞ্চলে বহু সংখ্যক ল্যান্ড মাইন (land mines) থাকায় তালিবানকে পিছু হঠতে হয়েছে ৷ তালিবান গোষ্ঠীর একটি সূত্র জানিয়েছে, পঞ্জশিরে যুদ্ধ চলছে কিন্তু রাজধানী বাজারাকের (Bazarak) রাস্তায় এবং প্রদেশের গভর্নরের কম্পাউন্ডে ল্যান্ড মাইন পুঁতে রাখায় অভিযানের গতি কমাতে হয়েছে ৷
প্রাক্তন-আফগান গেরিলা বাহিনীর প্রধান আহমদ শাহ মাসুদের (Ahmad Shah Massoud) ছেলে আহমদ মাসুদের (Ahmad Massoud) নেতৃত্বে "ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট"-এ (National Resistance Front) অধিকৃত পঞ্জশিরে এখনও তালিবান ঢুকতে পারেনি বলে দাবি করেছে প্রতিরোধ বাহিনী ৷ আহমদ মাসুদের সঙ্গে রয়েছেন স্বঘোষিত কার্যনির্বাহী প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ (Amrullah Saleh) ৷ যদিও তিনি সম্প্রতি তালিবানের সঙ্গে লড়াইয়ে তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়ে বলেছিলেন, "অবস্থা সঙ্কটজনক ৷ আমরা আক্রমণের মুখোমুখি ৷" তবে আজ তিনি টুইটে জানিয়েছেন, "প্রতিরোধ চলছে এবং চলবে ৷ আমি এখানে আমার মাটির সঙ্গে রয়েছি, মাটির জন্য রয়েছি আর এর সম্মান রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি ৷"