পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নিউমোনিয়া নিয়ে চিনের দাবিকে উড়িয়ে দিল কাজ়াখস্তান

কোরোনার সঙ্গেই কাজ়াখস্তানে বাড়ছে নিউমোনিায়া । এই নিউমোনিয়ায় মৃত্যুর হার নাকি COVID-১৯ জনিত নিউমোনিয়ার তুলনায় বেশি । দাবি করেছিল চিন । যদিও এই দাবি মানতে নারাজ কাজ়াখস্তান ।

pneumonia outbreak
pneumonia outbreak

By

Published : Jul 11, 2020, 10:10 PM IST

মস্কো, 11 জুলাই : মারণ নিউমোনিায়ার প্রাদুর্ভাব হতে চলেছে কাজ়াখস্তানে । দাবি করেছিল চিন । সেই দাবি উড়িয়ে দিলেন কাজ়াখস্তানের স্বাস্থ্য আধিকারিকরা ।

এ'বিষয়ে বৃহস্পতিবার চিনা দূতাবাসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । মধ্য এশিয়ার এই দেশ কাজ়াখস্তানে নিউমোনিয়ার প্রাদুর্ভাব সম্পর্কে নাগরিকদের সতর্ক করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিউমোনিয়ায় মৃত্যুর হার COVID-১৯ জনিত নিউমোনিয়ার তুলনায় বেশি । যদিও এই দাবি মানতে নারাজ কাজ়াখস্তান । চিনের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলে সে'দেশের স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে । তবে সে'দেশের নিউমোনিয়া আক্রান্তদের অনেকেরই এমন উপসর্গ রয়েছে যা কোরোনা ভাইরাসের উপসর্গগুলির সঙ্গে মিলে যায় ।

কাজ়াখস্তানের সরকারি তথ্য অনুযায়ী, 2019 সালের তুলনায় কাজ়াখস্তানে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা এ'বছরের প্রথমার্ধে 55% বেড়েছে । গত বছরের এই সময় যা ছিল 63,436, এ'বছর তা বেড়ে দাঁড়িয়েছে 98,546-এ ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র এমারজেন্সি চিফ ড. মাইকেল রায়ান অবশ্য বলেন, "কাজ়াখস্তানে কোরোনা ভাইরাসের জেরেই সম্ভবত এই নিউমোনিয়া বাড়ছে বলে আশঙ্কা করছে WHO । শুধু সঠিক পরীক্ষা করা হচ্ছে না ।" তিনি আরও জানান, "সে'দেশের কর্তৃপক্ষের সঙ্গে এ'বিষয়ে পর্যালোচনা এবং নিউমোনিয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে WHO । এই নিউমোনিয়ার সঙ্গে COVID-১৯-এর যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখার হচ্ছে ।"

কোরোনা সংক্রমণ রোধে এর আগেই দ্রুত লকডাউন এবং অন্যান্য নিষেধাজ্ঞা জারি হয় কাজ়াখস্তানে । তবে মে মাসে এই নিষেধাজ্ঞা শিথিল করার পর পুনরায় সে'দেশে সংক্রমণের সংখ্যা বেড়েছে । সে'দেশে এখনও পর্যন্ত 53,000-এরও বেশি কোরোনা সংক্রমণের খবর সামনে এসেছে । যার মধ্যে 264 জনের মৃত্যু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details