পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কাবুলে অ্যামেরিকার দূতাবাসের সামনে বিস্ফোরণ - Talibans

কাবুলে অ্যামেরিকা দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারাল অন্তত 3 জন ।

কাবুলে অ্যামেরিকা দূতাবাসের সামনে বিস্ফোরণ

By

Published : Sep 5, 2019, 1:50 PM IST

Updated : Sep 5, 2019, 3:20 PM IST

কাবুল, 5 সেপ্টেম্বর : কাবুলে অ্যামেরিকা দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারাল অন্তত 3 জন । জখম কমপক্ষে 30 । বিস্ফোরণে এলাকায় থাকা অন্তত 12টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে । স্থানীয় সময়ে আজ সকাল 10টা 10 মিনিটে বিস্ফোরণটি হয় বলে জানিয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নুসরত রহিমি । বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালিবান । ঘটনাস্থান ঘিরে ফেলেছে পুলিশ । উদ্ধারকাজ চলছে ।

এর আগে সোমবার রাতে কাবুলের গ্রিন ভিলেজের কাছে একটি আবাসন এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটায় তালিবানরা ৷ হামলায় 16 জনের মৃত্যু হয় । জখম হয় কমপক্ষে 119 জন । সোমবার সেই হামলার কয়েক ঘণ্টা আগেই আফগানিস্তানে অ্যামেরিকার রাষ্ট্রদূত আফগান সরকারের সঙ্গে চুক্তির উল্লেখ করে ঘোষণা করেছিলেন, আগামী পাঁচ মাসের মধ্যে ধাপে ধাপে 5000 অ্যামেরিকান সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে ।

এই মুহূর্তে সেই দেশে প্রায় 14 হাজার অ্যামেরিকান সেনা বিভিন্ন বেস ক্যাম্পে মোতায়েন রয়েছেন । তবে তালিবানদের সঙ্গে শান্তি প্রক্রিয়া বাস্তবায়িত করতে ধীরে ধীরে সব সেনাকে দেশে ফেরানোর পথে হাঁটছে অ্যামেরিকার ট্রাম্প প্রসাশন । কূটনীতিকরা বলছেন, এই প্রক্রিয়ার মাঝেই আফগানিস্তানে ফের সক্রিয় হয়ে উঠেছে তালিবানরা ।

Last Updated : Sep 5, 2019, 3:20 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details