পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Masood Azhar : তালিবানের কব্জায় আফগানিস্তান, আনন্দের সীমা নেই জইশ প্রধানের - আফগানিস্তান

তালিবানদের সাফল্যে একে অপরকে শুভেচ্ছা জানানোর নির্দেশ এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার অনুরোধ করা হয়েছে মাসুদের তরফে ৷

Masood Azhar
Masood Azhar

By

Published : Aug 20, 2021, 10:02 PM IST

কাবুল, 20 অগস্ট : দুই দশক পর তালিবানরা দখল করেছে আফগানিস্তান ৷ মার্কিন মদতে চলা আফগানিস্তানের সরকারের পতন হয়েছে ৷ আর তালিবানদের এই 'সাফল্যে' আনন্দিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM) প্রধান মাসুদ আজহার ৷ 16 অগস্ট 'মঞ্জিল কি তরফ' নামক শিরোনামে লেখা তাঁর কলামে আফগানিস্তানে 'মুজাহিদিন'-এর সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছে মাসুদ ৷

এর পাশাপাশি লেখার মাধ্যমে জইশ-এর জঙ্গিদের মধ্যে একটি বার্তা ছড়িয়ে দেয় মাসুদ ৷ নিজের লেখায় তালিবানদের সাফল্যে একে অপরকে শুভেচ্ছা জানানোর নির্দেশ এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার অনুরোধ করেছে মাসুদ ৷ সেই বার্তায় দলের সদস্যদের ভবিষ্যতে কাশ্মীর নিয়ে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে ৷ এর আগে আল কায়েদার ইয়েমেনির ব্রাঞ্চ থেকে তালিবানদের অভিনন্দন জানানো হয়েছিল ৷ এরই সঙ্গে নিজেদের অভিযানগুলি চালিয়ে যাওয়ার শপথও নিয়েছে তারা ৷

আরও পড়ুন : Kabul T-shirt: ছিঃ! বিমান থেকে পড়ে আফগানদের মৃত্যু নিয়ে টি-শার্ট বিক্রি

1996 থেকে 2001 সাল পর্যন্ত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল তালিবানরা ৷ আল-কায়েদা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলি তালিবানদের সাফল্যে আনন্দ প্রকাশ করায় প্রমাদ গুণছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের আশঙ্কা, আফগানিস্তান আরও একবার সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে উঠবে ৷ গত রবিবার তালিবানরা বাগরাম এয়ারবেস দখল করে নেয় ৷ এরপর সেখানকার জেল থেকে হাজার হাজার বন্দিকে ছেড়ে দেয় তারা ৷ সেই বন্দিদের মধ্যে নাকি আল-কায়েদার বেশ কিছু সিনিয়র নেতা ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details