পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Fumio Kishida : জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ফুমিও কিশিদা - জাপানের ভোট

পদ ছাড়ছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ৷ পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ফুমিও কিশিদা ৷

japans-ex-top-diplomat-kishida-to-become-new-pm
জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ফুমিও কিশিদা

By

Published : Sep 29, 2021, 4:38 PM IST

টোকিয়ো, 29 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী পদে নতুন মুখ আসছে জাপানে ৷ সূর্যোদয়ের দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ফুমিও কিশিদা ৷ তিনি সম্প্রতি ওই দেশের শাসক দলের নেতা বাছাইয়ের নির্বাচনে জিতেছেন ৷ কিশিদা এর আগে জাপানের বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷

গত বছর সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী পদে রদবদল হয়েছিল ৷ তখন দায়িত্ব নিয়েছিলেন ইয়োশিহিদে সুগা ৷ তিনি ওই পদ ছেড়ে দেওয়ায় নতুন করে নেতা নির্বাচন করা হয় ৷ সেখানই জেতেন ফুমিও কিশিদা ৷ আগামী সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই নেতাকে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে ৷

আরও পড়ুন :Joe Biden : কোভিডের বুস্টার ডোজ় নিলেন বাইডেন

প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হতে তিন জন হারিয়েছেন কিশিদা ৷ প্রথম রাউন্ডে তাঁর বিপক্ষে ছিলেন দু’জন মহিলা সানেই তাকাইচি এবং সেইকো নোদা ৷ তাঁদের হারানোর পর কিশিদার মূল প্রতিপক্ষ ছিলেন জাপানের টিকাকরণ মন্ত্রী টারো কোনো ৷ তাঁকে হারিয়েই জাপানের প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি ৷

দায়িত্ব নিয়েই কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিশিদাকে ৷ একদিকে করোনা মহামারির জন্য জাপানের অর্থনীতি মারাত্মক ধাক্কা খেয়েছে ৷ তার উপর আঞ্চলিক স্তরে নিরাপত্তা রক্ষার বিষয়টিও রয়েছে ৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক ভাল রাখতে হবে ৷

আরও পড়ুন :Angela Merkel : হাড্ডাহাড্ডি লড়েও হার অ্যাঞ্জেলা মার্কেলের দলের, জার্মানিতে জয়ী সোশ্যাল ডেমোক্র্যাটরা

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার উপর মানুষ মারাত্মক ক্ষুব্ধ ৷ বিশেষ করে করোনা মোকাবিলা নিয়ে ক্ষোভের পরিমাণ বেশি ৷ তার উপর এবার অলিম্পিকস আয়োজন করে তিনি দেশের মানুষের সমালোচনার মুখে পড়েন ৷ সেই কারণেই তড়িঘড়ি সুগাকে বদল করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ না হলে দু’মাস পর সেখানকার নির্বাচনে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে মনে করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৷

এই দল 2012 সালে জাপানের ক্ষমতায় আসে ৷ তখন দলের প্রধানমন্ত্রী হন শিনজো আবে ৷ তার পর 2020 সাল পর্যন্ত শিনজো আবেই ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ৷ মাঝে 2014 ও 2017 সালেও লিবারেল ডেমোক্রেটিক পার্টি সরকারে ফেরে ৷ তাই টানা সাত বছর প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে ৷ তবে গত সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন ৷ তার পর ইয়োশিহিদে সুগা প্রধানমন্ত্রী হন ৷

আরও পড়ুন :US Quad Summit : কোয়াডে ভারতের কোভিড-19 ভ্যাকসিনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details