টোকিও, 20 মার্চ : জাপানে তীব্রমাত্রার ভূমিকম্প ৷ রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল 7.2 ৷ শনিবার উত্তর-পূর্ব জাপানে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে সেদেশের আবহাওয়া বিভাগ ৷ যার পরেই সুনামি সতর্কতা জারি করা হয় ৷ তবে, পরিস্থিতির উপর নজর রাখার পর সেই সতর্কতা প্রত্যাহারও করে নেওয়া হয় ৷ আজ জাপানের স্থানীয় সময় সন্ধ্যা 6টা বেজে 9 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় ৷ ঘটনায় বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেই খবর ৷
জাপানের ভূ-বিভাগের তরফে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরের মিয়াগি এলাকায় এই কম্পনের উৎস বলে জানা গিয়েছে ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে 60 কিলোমিটার নিচে এই কম্পনের উৎস বলে জানানো হয়েছে ৷ এর ফলে প্রথমের দিকে উত্তর-পূর্ব জাপানের উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয় ৷ প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতির উপর নজর রাখার পর সেই সতর্কতা প্রত্যাহারও করে নেয় জাপান প্রশাসন ৷ যদিও এখনই সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছে না জাপান সরকার ৷ যে কোনও সময় আবারও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণে উপকূলবর্তী বাসিন্দাদের সাবধান করা হয়েছে ৷