দিল্লি, 24 ফেব্রুয়ারি : হতাশা । অবসাদ । করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের ফলে এই দুইয়ের কারণে সারা বিশ্ব জুড়ে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সেই সংখ্যা যাতে আর না বাড়ে তার জন্য একজন মন্ত্রীকে নিয়োগ করে ফেলল জাপান । তেতসুশি সাকামোতো ওই পদে নিযুক্ত হয়েছেন ।
করোনা ভাইরাস । গত এক বছরে এই একটি শব্দ মানুষের জীবনের মানেটাই যেন পাল্টে দিয়েছে । বর্তমান যুগের ব্যস্তময় জীবনে মানুষ কি বড্ড বেশি একা হয়ে পড়েছে? প্রশ্নটা বার বার তুলেছেন সমাজতাত্ত্বিকরা । হতাশা, অবসাদ থেকে বেড়েছে আত্মহত্যার সংখ্যা । কিন্তু করোনার সময় সেই সংখ্যা লাফিয়ে বেড়েছে । জাপানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, গত 11 বছরের মধ্যে করোনার সময় আত্মহত্যার সংখ্যা একধাক্কায় বেড়ে গিয়েছে । সেই সংখ্যায় রাশ টানতে এবার মন্ত্রক তৈরি করে ফেলল জাপান । যার দায়িত্বে রয়েছেন তেতসুশি । প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা চলতি মাসে তেতসুশিকে নিয়োগ করেছেন ।