পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

করোনা পরিস্থিতিতে বেড়েছে আত্মহত্যা, প্রতিরোধে জাপানে একাকীত্বের মন্ত্রী

জাপানে গত 11 বছরের তুলনায় করোনা পরিস্থিতিতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে । যা নিয়ে চিন্তিত সে দেশের প্রশাসন । পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী সুগা আত্মহত্যা রোধের জন্য নতুন মন্ত্রক চালু করেছেন । যারা একাকীত্বে ভুগছেন তাঁদের জন্য ওই মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজ করবেন ।

একাকীত্বের জন্য জাপানে নতুন মন্ত্রী
একাকীত্বের জন্য জাপানে নতুন মন্ত্রী

By

Published : Feb 24, 2021, 4:02 PM IST

দিল্লি, 24 ফেব্রুয়ারি : হতাশা । অবসাদ । করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের ফলে এই দুইয়ের কারণে সারা বিশ্ব জুড়ে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সেই সংখ্যা যাতে আর না বাড়ে তার জন্য একজন মন্ত্রীকে নিয়োগ করে ফেলল জাপান । তেতসুশি সাকামোতো ওই পদে নিযুক্ত হয়েছেন ।

করোনা ভাইরাস । গত এক বছরে এই একটি শব্দ মানুষের জীবনের মানেটাই যেন পাল্টে দিয়েছে । বর্তমান যুগের ব্যস্তময় জীবনে মানুষ কি বড্ড বেশি একা হয়ে পড়েছে? প্রশ্নটা বার বার তুলেছেন সমাজতাত্ত্বিকরা । হতাশা, অবসাদ থেকে বেড়েছে আত্মহত্যার সংখ্যা । কিন্তু করোনার সময় সেই সংখ্যা লাফিয়ে বেড়েছে । জাপানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, গত 11 বছরের মধ্যে করোনার সময় আত্মহত্যার সংখ্যা একধাক্কায় বেড়ে গিয়েছে । সেই সংখ্যায় রাশ টানতে এবার মন্ত্রক তৈরি করে ফেলল জাপান । যার দায়িত্বে রয়েছেন তেতসুশি । প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা চলতি মাসে তেতসুশিকে নিয়োগ করেছেন ।

আরও পড়ুন :লকডাউনে ধনীদের সম্পদ বেড়েছে 35 শতাংশ, এপ্রিলে প্রতি ঘণ্টায় চাকরি হারিয়েছে 1.7 লাখ

তেতসুশি এর আগে জাপানের প্রাদেশিক অর্থনীতি এবং জন্মহার সংক্রান্ত মন্ত্রকের দায়িত্ব সামলাতেন । এই বিষয়ে সমস্ত দিক পর্যালোচনা করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সুগা । সামাজিকভাবে যারা একাকীত্বে ভুগছেন তাঁদের জন্য বিভিন্ন কার্যকলাপের ব্যবস্থা করবে জাপান সরকার । জাপানের আগে ব্রিটেনে এরকম মন্ত্রক চালু করা হয়েছিল । 2018 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন ওই মন্ত্রক চালু করে ।

ABOUT THE AUTHOR

...view details