জেরুজ়ালেম, 16 মে: রবিবার ভোরে ফের গাজ়ার উপর বিমান হামলা চালাল ইজ়রায়েল ৷ ভোর রাতে যে টাওয়ার ব্লকের উপর ইজ়রায়েলি বিমান রকেট হামলা চালায় সেখানে দুটি সংবাদমাধ্যমের অফিস ছিল ৷ অন্যদিকে, প্যালেস্তাইনের জঙ্গিরাও তেল আভিভের উপর রকেট হামলা চালিয়েছে ৷ অশান্তি থামানো তো দূর, হামলা চলবে বলে জানিয়ে দিয়েছে দুই দেশ ৷
সাতদিন হয়ে গেল, এখনও হিংসার আগুনে জ্বলছে ইজ়রায়েল ও প্যালেস্তাইন ৷ গত সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত তাদের অন্তত 145 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্যালেস্তাইন ৷ তাদের মধ্যে 41 জন শিশু ৷ ইজ়রায়েল বলেছে, তাদের 2 শিশু-সহ 10 জনের মৃত্যু হয়েছে ৷ রবিবার ভোরে গাজ়া সিটির 12 তলার একটি বহুতলে বিমান হানা চালায় ইজ়রায়েল ৷ সেই বহুতলে আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস ও কাতারের আল জাজ়িরার কাজকর্ম চলত ৷ এই হামলার কড়া নিন্দা করেছে দুটি সংবাদমাধ্যম ৷