পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

গাজ়ায় মিডিয়া টাওয়ারে বিমান হামলা ; এটাই চলবে, হুংকার নেতানইয়াহুর

গাজ়ায় এ বার দুটি সংবাদমাধ্যমের অফিসে বিমান হামলা চালাল ইজ়রায়েল ৷ হামলা চলবে বলে জানিয়ে দিয়েছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷

Israel destroys Gaza tower housing international media offices
গাজ়ায় মিডিয়া অফিসে বিমান হামলা ; এটাই চলবে, হুংকার নেতানইয়াহুর

By

Published : May 16, 2021, 12:47 PM IST

Updated : May 16, 2021, 4:32 PM IST

জেরুজ়ালেম, 16 মে: রবিবার ভোরে ফের গাজ়ার উপর বিমান হামলা চালাল ইজ়রায়েল ৷ ভোর রাতে যে টাওয়ার ব্লকের উপর ইজ়রায়েলি বিমান রকেট হামলা চালায় সেখানে দুটি সংবাদমাধ্যমের অফিস ছিল ৷ অন্যদিকে, প্যালেস্তাইনের জঙ্গিরাও তেল আভিভের উপর রকেট হামলা চালিয়েছে ৷ অশান্তি থামানো তো দূর, হামলা চলবে বলে জানিয়ে দিয়েছে দুই দেশ ৷

সাতদিন হয়ে গেল, এখনও হিংসার আগুনে জ্বলছে ইজ়রায়েল ও প্যালেস্তাইন ৷ গত সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত তাদের অন্তত 145 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্যালেস্তাইন ৷ তাদের মধ্যে 41 জন শিশু ৷ ইজ়রায়েল বলেছে, তাদের 2 শিশু-সহ 10 জনের মৃত্যু হয়েছে ৷ রবিবার ভোরে গাজ়া সিটির 12 তলার একটি বহুতলে বিমান হানা চালায় ইজ়রায়েল ৷ সেই বহুতলে আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস ও কাতারের আল জাজ়িরার কাজকর্ম চলত ৷ এই হামলার কড়া নিন্দা করেছে দুটি সংবাদমাধ্যম ৷

আরও পড়ুন:চিনের দু’টি শহরে টর্নেডোয় মৃত অন্তত 7, আহত 239 জন

গাজ়ায় মিডিয়া টাওয়ারে বিমান হামলা ; এটাই চলবে, হুংকার নেতানইয়াহুর

সংঘর্ষ থামাতে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ও প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তবে তাতে ভ্রুক্ষেপ না-করে দু দেশই জানিয়ে দিয়েছে হামলা চলবে ৷ বহু বছরের ইজ়রায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্ব ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজই গুরুত্বপূর্ণ বৈঠক করবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷

Last Updated : May 16, 2021, 4:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details