পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan : কান্দাহারে মসজিদে জঙ্গি হামলার দায় নিল ইসলামিক স্টেট - Southern Afghanistan

গত শুক্রবার নমাজ চলাকালীন এই হামলা হয় ৷ নিহত অন্তত 47 ৷ জখম কমপক্ষে 70 জন ৷

islamic state claims responsibility of suicide attack at a mosque in afghanistan
Afghanistan : কান্দাহারে মসজিদে জঙ্গি হামলা, দায় নিল ইসলামিক স্টেট

By

Published : Oct 16, 2021, 7:41 AM IST

কাবুল (আফগানিস্তান), 16 অক্টোবর : ফের সন্ত্রাসবাদীদের নিশানায় ধর্মীয়স্থান ৷ এবার আত্মঘাতী জঙ্গি হামলা হল আফগানিস্তানের (Afghanistan) একটি শিয়া মসজিদে ৷ শুক্রবার নমাজ চলাকালীন ওই হামলা করা হয় ৷ এর দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (Islamic State) ৷

দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে (Kandahar) এই ঘটনাটি ঘটেছে ৷ তুরস্কের সরকারি সম্প্রচারকারী সংস্থা টিআরটি-র দাবি অনুযায়ী ওই সন্ত্রাসবাদী হামলায় 47 জন নিহত হয়েছেন ৷ 70 জন জখম হয়েছেন ৷

আরও পড়ুন :Afghanistan Blast : কান্দাহারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 7

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আফগানিস্তান তালিবানের (Taliban) দখলে চলে যাওয়ার পর থেকেই ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেখানে ৷ যা শুরু হয়েছিল কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলা দিয়ে ৷ গত সপ্তাহে আফগানিস্তানের কুন্দুজে একটি মসজিদেও হামলা চালানো হয় ৷

এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council) ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে নিরাপত্তা পরিষদের বিবৃতি ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করাও হয়েছে ৷ পাশাপাশি সমস্ত দেশকে নিরাপত্তা পরিষদে নেওয়া রেজোলিউশন অনুযায়ী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগী হওয়ার কথাও বলা হয়েছে ৷

আরও পড়ুন :Bangladesh Temple Attacked : বাংলাদেশে মন্দিরে হামলার অভিযোগ, হিংসায় মৃত 3

মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) তরফেও এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়েছে ৷ এই নিয়ে টুইট করেছেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস ৷ তাঁর বক্তব্য, আফগান নাগরিকদের শান্তিতে বাঁচার ও ঈশ্বরের প্রার্থনা করার অধিকার রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details