শ্রীনগর, 29 জুন : ইসলামিক স্টেটের আঞ্চলিক সংগঠন উইলায়া অল হিন্দের দাবি তাদের এক সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের জঙ্গিরা । উইলায়া অল হিন্দের মুখপাত্র খতিব ডাস জানান, তাদের সংগঠনের সদস্য আদিল রহমান দারের থেকে AK-৪৭ চুরি করে তাকে হত্যা করা হয়েছে । এই হত্যাকাণ্ডের জন্য খতিব পাকিস্তানের জঙ্গি সংগঠন হিজ়বুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবাকে দায়ি করেছেন ।
আমাদের সদস্যকে মেরেছে পাকিস্তানের এজেন্টরা, দাবি IS-এর
ইসলামিক স্টেটের সদস্যকে মেরেছে হিজ়বুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবা, দাবি IS-এর ।
গতকাল টেলিগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে ডাস । সেখানে ডাস বলেন, "আদিলকে চক্রান্ত করে বিজবেহেরাতে হত্যা করে হিজ়বুল ও লস্কর জঙ্গিরা ।" পাঁচ মিনিটের সেই ভিডিয়োতে দেখা গেছে IS-এর কালো পতাকার সামনে বসে আছে খতিব । ভিডিয়োতে খাতিব হিজবুল কমান্ডার রিয়াজ় নাইকুকে নাস্তিক বলে সম্বোধন করেন ।
খতিব বলেন, "পাকিস্তান দাবি করে যে আমাদের সদস্যকে ভারতীয় এজেন্টরা মেরেছে । কিন্তু সেই দাবি মিথ্যা । আমার কাছে প্রমাণ আছে যে আদিলকে খুন করেছে হিজ়বুল ও লস্করের জঙ্গিরা । তারা পাকিস্তানের এজেন্ট । "