জাকার্তা, 10 জানুয়ারি : ভেঙে পড়া বিমানের যাত্রীদের দেহাংশ উদ্ধার হল জাকার্তার উপকূলীয় এলাকায় । জানিয়েছেন ইন্দোনেশিয়ার তদন্তকারী সংস্থার আধিকারিকরা । গতরাতে 56 জন যাত্রী ও ছ'জন কেবিন ক্রু নিয়ে উড়ানের কিছু সময় পরই ভেঙে পড়ে শ্রীউইজায়া উড়ান সংস্থার বিমানটি ।
জাকার্তা পুলিশের মুখপাত্র ইউসরি ইউনিস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আজ সকাল পর্যন্ত আমরা দু'টি ব্যাগে যাত্রীদের সামগ্রী ও দেহাংশ উদ্ধার করতে পেরেছি । একটিতে রয়েছে যাত্রীদের সামগ্রী এবং অন্যটিতে রয়েছে যাত্রীদের দেহাংশ ।"
গতরাতে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড়ানের পরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছিল শ্রীউইজায়া উড়ান সংস্থার যাত্রীবাহী বিমানটি । বিমানটি ওয়েস্ট কালিমন্টান প্রদেশের পন্টিয়ানাকের দিকে যাচ্ছিল ।