রিয়াধ (সৌদি আরবিয়া), 23 নভেম্বর : দা গ্রুপ অফ 20 সামিট, 2023 আয়োজনের দায়িত্ব পেল ভারত ৷ প্রথমে ঠিক করা হয়েছিল 2022 সালে সম্মেলনের আয়োজন করবে ভারত ৷ কিন্তু রবিবার সদস্য দেশগুলি সিদ্ধান্ত নেয়, 2022 সাল নয়, 2023 সালের G-20 সামিটের আয়োজন করতে চলেছে ভারত ৷ প্রসঙ্গত, সদস্য দেশগুলির আলোচনা ও পরামর্শের ভিত্তিতে রোটেশন পদ্ধিতিতে সভাপতিত্বের বিষয়টি নির্ধারণ করা হয়৷
G-20 সম্মেলন উপলক্ষে বিশ্বের প্রথম 20টি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ দুই দিনের আলোচনায় বসেছিল ৷ কনফারেন্সের পর G20 রিয়াধ সামিটের একটি ঘোষণাপত্রে বলা হয়, ‘‘ G20 প্রক্রিয়ায় অবদান ও সাফল্যের সঙ্গে রিয়াধ সামিট সম্পূর্ণ করার জন্য আমরা সৌদি আরবিয়ার কাছে কৃতজ্ঞ ৷ আমরা পরবর্তী মিটিংগুলির দিকে তাকিয়ে আছি ৷ যেগুলি 2021 সালে ইট্যালিতে, 2022 সালে ইন্দোনেশিয়ায়, 2023 সালে ভারতে ও 2024 সালে ব্রাজ়িলে হতে চলেছে ৷ ’’