পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোভিড ভাইরাসের উৎস সন্ধানে হু-এর উদ্যোগকে সমর্থন ভারতের - করোনার উৎস

কোভিড ভাইরাসের উৎস কী ? তার উৎপত্তিই বা কোথায় ? তা জানতে ফের একবার বিশ্বব্য়াপী খোঁজ খবর নেওয়ার কাজ শুরু করছে হু ৷ এই কাজে সব দেশের সহযোগিতা চেয়েছে তারা ৷ শুক্রবার সেই ডাকে সাড়া দিল ভারত ৷ হু-এর উদ্যোগকে সমর্থন করেছে নয়াদিল্লি ৷

India supports call for detailed studies on origins of coronavirus
কোভিড ভাইরাসের উৎস সন্ধানে হু-এর উদ্যোগকে সমর্থন ভারতের

By

Published : May 28, 2021, 6:16 PM IST

নয়াদিল্লি, 28 মে : সত্যিই কি চিনের গবেষণাগারে জন্ম হয়েছিল কোভিড ভাইরাসের ? এই বিতর্কের সত্যতা কতটা ? তা জানতে ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিকে কোমর বেঁধে মাঠে নামার নির্দেশ দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ আর তারপরই এ বিষয়ে নতুন করে খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ৷ তাতে বিভিন্ন দেশের সহযোগিতাও চেয়েছে তারা ৷ শুক্রবার সেই ডাকেই সাড়া দিল ভারত ৷ হু-এর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি ৷

গত মার্চ মাসেই কোভিড-19 ভাইরাসের উৎস নিয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে আনে হু ৷ তবে সেই রিপোর্টে সন্তুষ্ট নয় আমেরিকা-সহ বিশ্বের অন্য়ান্য দেশ ৷ তার জেরেই নতুন করে বিষয়টি নিয়ে খোঁজ খবর করা হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের ৷

ঘটনা প্রসঙ্গে ভারতের বিদেশসচিব অরিন্দম বাগচি জানান, হু-এর রিপোর্ট এবং সেই রিপোর্টের পর্যালোচনার ক্ষেত্রে সকলেরই বোঝাপড়া ও সহযোগিতা দরকার ৷ অরিন্দম বলেন, ‘‘কোভিড-19 ভাইরাসের উৎস নিয়ে বিশ্বব্য়াপী সমীক্ষা শুরু করেছে হু ৷ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷’’ এ বিষয়ে আরও বিশদে জানতে আগামী দিনে আরও গবেষণা দরকার বলেও মনে করেন ভারতের বিদেশসচিব ৷

আরও পড়ুন :করোনার উৎস নিয়ে 90 দিনের মধ্যে গোয়েন্দাদের রিপোর্ট তলব বাইডেনের

প্রসঙ্গত, গত বুধবারই কোভিড-19 ভাইরাসের উৎস ও উৎপত্তির বিষয়টি ফের একবার আলোচনার শীর্ষে চলে আসে ৷ ওই দিনই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিকে দ্বিগুণ গতিতে কাজ করার নির্দেশ দেন জো বাইডেন ৷ যাতে করোনার উৎস দ্রুত খুঁজে বের করা যায় ৷ বাইডেনের নির্দেশ, 90 দিনের মধ্যে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলিকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে ৷ উল্লেখ্য, 2019 সালের একেবারে শেষ ভাগে চিনের উহান প্রদেশে প্রথম কোভিড-19 ভাইরাসের খোঁজ মেলে ৷

ABOUT THE AUTHOR

...view details