নয়া দিল্লি, 17 অক্টোবর : বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (National Security Advisor, NSA) সম্মিলিত বৈঠক পরিচালনা করবে ভারত ৷ নয়া দিল্লিতে আফগানিস্তান নিয়ে 10-11 নভেম্বর এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ 2019-এ ইরানে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের ধরনে হবে বৈঠক ৷ এখানে থাকবে আফগানিস্তানের প্রতিবেশী দেশ রাশিয়া, চিন, তাজাকিস্তান এবং উজবেকিস্তান ৷
সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফকে (Moeed Yusuf) আমন্ত্রণ জানানো হয়েছে ৷ যদিও সরকারি তরফে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি ৷ তবে প্রস্তুতি চলছে ৷
এর আগে আফগানিস্তানকে কেন্দ্র করে একটি সম্মেলনের পরিকল্পনা করেছিল ভারত ৷ কিন্তু কোভিড-19 প্যানডেমিকের জন্য তা বাতিল হয়ে যায় ৷ পরে 2021-এর অগস্টের মাঝামাঝি কাবুল দখল করে তালিবান গোষ্ঠী ৷