কাবুল, 8 অক্টোবর : নিকেশ আসিম ওমর ৷ ভারতীয় উপমহাদেশের আল কায়দা প্রধান ৷ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের মুসা কালা জেলায় অ্যামেরিকার বায়ুসেনা অভিযানে খতম এই জঙ্গি নেতা ৷ আফগানিস্তানের গুপ্তচর সংস্থার তরফে আজ এই খবর নিশ্চিত করা হয় ৷
ওমরের জন্ম উত্তরপ্রদেশের সম্ভলে ৷ 1995 সালে পাকিস্তানে গিয়ে হরকত-উল-মুজ়াহিদিনে যোগ দিয়েছিল সে ৷ আফগান গুপ্তচর সংস্থা টুইট করে জানিয়েছে, 'NDS এখন ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারে ৷ সেপ্টেম্বরের 23 তারিখ অ্যামেরিকা-আফগান মিলিতভাবে অভিযান চালায় মুসা কালার তালিবান কম্পাউন্ডে ৷ সেই অভিযানেই খতম হয় ওমর ৷ '