দিল্লি, 1 জানুয়ারি : নিজ নিজ হেপাজতে থাকা সাধারণ বন্দীদের তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান ৷ দুই দেশের মধ্যে 2008 সালে হওয়া চুক্তি অনুযায়ী, প্রতি বছর 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত এই তালিকা বিনিময়ের কাজ চলে ৷
ভারতের দেওয়া তালিকাতে পাকিস্তানের 267 জন সাধারণ বন্দী ও 99 জন মৎস্যজীবীর নাম রয়েছে ৷ তাঁরা সকলে ভারতের হেপাজতে রয়েছেন ৷ অন্যদিকে, পাকিস্তান একটি তালিকা ভারতকে দিয়েছে, যেখানে 55 জন সাধারণ বন্দী ও 227 জন মৎস্যজীবী তাদের হেপাজতে রয়েছে বলে দেখানো হয়েছে ৷ তাদের ভারতীয় বলে মনে করা হয়েছে ৷