পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাংলাদেশে নুসরত হত্যা মামলায় একসঙ্গে 16 জনকে মৃত্যুদণ্ড

নুসরত হত্যা মামলায় একসঙ্গে 16 জনকে মৃত্যুদণ্ডের সাজা দিল ফেনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৷

By

Published : Oct 24, 2019, 2:30 PM IST

প্রতীকী ছবি

ফেনি (বাংলাদেশ), 24 অক্টোবর : নুসরত হত্যা মামলায় ঐতিহাসিক রায় ৷ একসঙ্গে 16 জনকে আজ মৃত্যুদণ্ডের সাজা দিল বাংলাদেশের একটি আদালত ৷

নুসরত জাহান রফি (18) ৷ বাংলাদেশের ফেনির বাসিন্দা ৷ মাদ্রাসায় পড়াশোনা করতেন ৷ চলতি বছরের 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদৌল্লাসহ 16 জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ৷ এরপর অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁকে বার বার চাপ দিতে থাকে অভিযুক্তরা ৷

ঘটনার প্রায় দু'সপ্তাহ পরে 6 এপ্রিল নুসরতকে মাদ্রাসারই ছাদে হাত, পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা ৷ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ নুসরতের ভাই মেহমুদুল হাসান নোমান এপ্রিলের 8 তারিখ 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ প্রায় পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন নুসরত ৷ অবশেষে 10 এপ্রিল হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷

এই ঘটনায় সারা বাংলাদেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে ৷ পথে নেমে আন্দোলনে সামিল হন সাধারণ মানুষ থেকে শুরু করে সে দেশের বুদ্ধিজীবীরা ৷

ফেনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ আজ 16 জনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details