দিল্লি, 3 জানুয়ারি : সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ । ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন । টুইটে লিখেছিলেন, ভারতীয় পুলিশ উত্তরপ্রদেশে মুসলিমদের উপর অত্যাচার করছে । টুইটটি করার কিছুক্ষণের মধ্যেই তা সাড়া ফেলে সোশাল মিডিয়ায় । শেষ পর্যন্ত দেখা যায় অভিযোগ আনতে গিয়ে ভুয়ো ভিডিয়ো আপলোড করেছেন ইমরান । যে ভিডিয়ো আপলোড করে প্রতিবেশী রাষ্ট্রকে অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন, তা আসলে সাত বছরের পুরানো বাংলাদেশের পুলিশের একটি ভিডিয়ো । শেষ পর্যন্ত অস্বস্তিতে পড়ে টুইটটি ডিলিট করতে বাধ্য হন ইমরান ।
পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারের সামনে আজ বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । গুরুদ্বার লক্ষ্য করে পাথর ছোড়া হয় । গুরুদ্বারের ভিতরে আটকে পড়েন বহু মানুষ । এই ঘটনার পরপরই ইমরান খানের টুইটার হ্যান্ডেল থেকে ভারতের বিরুদ্ধে ওই টুইট করা হয় । কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হয় যে, ভিডিয়োটি ইউটিউবে আগেই আপলোড করা হয়েছিল । 'Bangladesh police brutality of Hefazat-e-Islam 3' টাইটেলে 2013 সালে আপলোড করা হয়েছিল ভিডিয়োটি । হিফাজত-ই-ইসলামে সংগঠনের সঙ্গে বাংলাদেশের পুলিশের সংঘর্ষের ঘটনার ভিডিয়ো সেটি ।