ইসলামাবাদ (পাকিস্তান), 25 জুন: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে (Osama Bin Laden) শহিদের তকমা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)৷ সেই নিয়ে ঘরে-বাইরে তাঁকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ তাই এ বার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় পাক সরকার ৷ তাদের যুক্তরাষ্ট্রীয় তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধরির দাবি, ইমরান খানের মুখ ফস্কে ওই কথা বেরিয়ে গিয়েছে ৷ জিও নিউজকে তিনি বলেছেন, ‘‘পাকিস্তানের চোখে ওসামা বিন লাদেন একজন জঙ্গিই এবং তার সংগঠন আল কায়েদা একটি জঙ্গি সংগঠন ৷’’
গত বছর জুন মাসে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখার সময় স্মৃতিচারণা করে ইমরান খান কীভাবে আমেরিকানরা অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে "ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল ও শহিদ করেছিল" তা তুলে ধরেন ৷ আমেরিকাকে তুলোধোনা করে ইমরান বলেছিলেন, "লাদেনকে শহিদ করা হয়েছে ৷" তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে ৷
আরও পড়ুন:লাদেনের থেকে টাকা নিয়েছিলেন নওয়াজ, দাবি পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূতের