ইসলামাবাদ (পাকিস্তান), 25 ফেব্রুয়ারি : ভুল সময়ে মস্কোয় গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan visit to Moscow Ill Timed and Foolhardy) ৷ তাঁর সাম্প্রতিক রাশিয়া সফরের সিদ্ধান্ত ছিল হঠকারী ৷ ‘ইনসাইড ওভার’ নামে এক সংবাদসংস্থায় ফেডরিকো গুইলিয়ানি এটাই লিখেছেন ৷ তিনি পাকিস্তানের এই সিদ্ধান্তকে ভুল কূটনীতি বলেও ব্যাখ্যা করেছেন ৷ তিনি লিখেছেন, দেশে ইমরান সরকার অনাস্থার মুখে ৷ আন্তর্জাতিক আর্থিক তহবিল বা আইএমএফ (IMF)-এর ঋণও প্রয়োজন রয়েছে ৷ সেই পরিস্থিতিতে পুতিনের সঙ্গে এত হৃদ্যতার প্রকাশ উচিত হয়নি ৷
সেখানে আরও লেখা হয়েছে যে পাকিস্তানে অবশ্য এই সফরকে সফল বলেই ব্যাখ্যা করা হচ্ছে ৷ কারণ, ইমরান খান নাকি রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব তৈরি করতে সফল হয়েছেন ৷ কিন্তু ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দুর্বল করা সম্ভব নয় ৷ কারণ, ভারত রাশিয়ার থেকে অনেক বেশি প্রতিরক্ষা সরঞ্জাম কেনে ৷ ভারতে রাশিয়ার আরও ব্য়বসার সুযোগ রয়েছে ৷ যে সম্ভাবনা পাকিস্তানে কম ৷ তাছাড়া এই সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়ার সঙ্গে কোনও বড় প্রতিশ্রুতিও আদায় করতে পারেননি ৷ রাশিয়ার থেকে ঋণও নিশ্চিত করতে পারেননি ৷