ইসলামাবাদ, 17 জানুয়ারি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে "অপরাধী" বলে আক্রমণ করলেন পিএমএল-এন প্রধান নওয়াজ় শরিফ ৷ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে ওঠা বিদেশি তহবিল মামলায়, পাকিস্তান প্রধানমন্ত্রী তাঁর এজেন্টদের সমস্ত দায় চাপিয়েছেন ৷ আর সেই কারণেই এবার ইমরান খানকে অপরাধী বলে নিশানা করলেন নওয়াজ় শরিফ ৷ একইসঙ্গে উপযুক্ত তথ্য়প্রমাণ থাকা সত্ত্বেও ইমরান খান ও তাঁর দলের বিরুদ্ধে ব্য়বস্থা না নেওয়ায়, পাকিস্তান নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছেন নওয়াজ শরিফ ৷
পাকিস্তান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে নওয়াজ় একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘তথ্য়প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তান নির্বাচন কমিশন কেন কোনও ব্য়বস্থা নিচ্ছে না? সাংবিধানিক দায়িত্ব পালন না করায় দেশ পাকিস্তান নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ জানাচ্ছে ৷’’ তিনি আরও জানান, ইমরান খান, যিনি স্বচ্ছ ভাবমূর্তি ও শান্তির কথা বলেন, তিনি একথা কখনওই বলেন না যে জবাবদিহিতা তাঁর থেকেই শুরু হওয়া উচিত ৷ পাশাপাশি ইমরান খানের বিরুদ্ধে তদন্তে দেরি করানোর অভিযোগও তুলেছেন নওয়াজ় শরিফ ৷ তিনি জানান, 2018 সালে পাকিস্তান নির্বাচন কমিশন, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিদেশি তহবিলের তদন্তের জন্য় একটি স্ক্রুটিনি কমিটি গঠন করেছিল এবং নির্দেশ দিয়েছিল একমাসের মধ্য়ে রিপোর্ট জমা দিতে ৷ তবে, আড়াই বছর পরও কেন সেই কমিটির রিপোর্ট জমা পড়েনি? সেই প্রশ্নও তুলেছেন শরিফ ৷