ইসলামাবাদ, ২০ ফেব্রুয়ারি : ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর হাতের পুতুল। মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। তিনি বলেন, "জঙ্গি হামলা নিয়ে কোনও মন্তব্যের আগে ইমরান পাকিস্তানি সেনা বাহিনীর নির্দেশের জন্য অপেক্ষা করে।"
ইমরান পাকিস্তানি সেনার হাতের পুতুল, বললেন প্রাক্তন বিবি - Imran Khan
পাকিস্তানের সেনাবাহিনীর হাতের পুতুল ইমরান খান। মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন বিবি রেহাম খান।
১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেন জইশ-ই-মহম্মদ। এই ইশুতে মুখ খোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেন, "কাশ্মীর ইশুতে ভারত হামলা চালালে জবাবি হামলায় পিছু পা হবে না পাকিস্তান।"
ইমরান খানের মন্তব্যে পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানান তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। ইমরানকে পাকিস্তানি সেনার হাতের পুতুল বলে কটাক্ষ করেন তিনি। তিনি আরও বলেন, "মতাদর্শের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় এসেছে ইমরান।"