পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আজ কুলভূষণ মামলার রায় - Spy

কুলভূষণ যাদবের মুক্তির দাবিতে হেগ আন্তর্জাতিক ন্যায় আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করে ভারত । আজ সেই মামলার রায় ঘোষণা করতে পারে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)

কুলভূষণ যাদব

By

Published : Jul 16, 2019, 10:01 PM IST

Updated : Jul 17, 2019, 11:31 AM IST

হেগ, 17 জুলাই : কুলভূষণ যাদবের মুক্তির দাবিতে হেগ আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করেছে ভারত । আজ সেই মামলার রায় ঘোষণা করতে পারে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেকটাই নির্ভর করছে এই রায়ের উপর ।

মনে করা হচ্ছে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতেই যাদবকে মুক্তি দেওয়া হতে পারে । কারণ পাকিস্তানের অর্থনীতির অনেকটাই ভারতের উপর নির্ভরশীল । গুপ্তচরবৃত্তির দায়ে ধৃত কুলভূষণ যাদবকে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ড দেওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত । তারই রায়দান হতে পারে আজ।

2016 সালের মার্চ মাসে ভারতের চর অর্থাৎ RAW-এর এজেন্ট সন্দেহে বালুচিস্তান থেকে কুলভূষণকে গ্রেপ্তার করে পাকিস্তান সরকার । তাদের বক্তব্য, তিনি ইরান থেকে না কি পাকিস্তানে ঢুকেছিলেন গুপ্তচরবৃত্তির জন্য । তবে ভারত এই অভিযোগ অস্বীকার করে । ভারতের তরফে জানানো হয়, কুলভূষণ ব্যবসার প্রয়োজনে ইরানে গেছিলেন ।

গ্রেপ্তারের পর 2017 সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেয় । এরপরই ভারতের তরফে কুলভূষণের মুক্তির দাবিতে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয় । কুলভূষণের শাস্তি মকুব ও তাঁকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের তরফে পাকিস্তানের কাছে বারবার অনুরোধ জানানো হয়েছিল ।

ভারতীয় নৌসেনার এই প্রাক্তন কর্মী চরবৃত্তি করতে পাকিস্তানে ঢুকেছিলেন এবং তিনি বালুচিস্তানে নাশকতার সঙ্গে যুক্ত ছিলেন বলে পাকিস্তান সেনার দাবি । ভারত বার বার জানিয়েছে, কুলভূষণ যাদব গুপ্তচর নন । পাকিস্তানের সেনা আদালতে যখন তাঁর বিচার চলছিল, তখন ভারতীয় হাইকমিশন বার বার তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিল। কিন্তু সেই কূটনৈতিক অনুমতিও দেওয়া হয়নি । কুলভূষণ যাদব গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন বলে যে দাবি পাকিস্তান করেছে, তাও ভুয়ো বলে ভারত জানিয়েছে ।

Last Updated : Jul 17, 2019, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details