পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারত-পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বপ্ন দেখেন মালালা - Pakistani activist

ভারত-পাকিস্তান সম্পর্কের কথা বলতে গিয়ে পাকিস্তানি সমাজকর্মী মালালা ইউসুফজ়াই বলেছিলেন যে তিনি ভারত-পাকিস্তানের ভালো বন্ধু হওয়ার স্বপ্ন দেখেন। তরুণ নোবেলজয়ী বিশ্বব্যাপী সংখ্যালঘুদের ঝুঁকিতে পড়ার বিষয়ে এবং কীভাবে প্রতিটি দেশে তাদের সুরক্ষা দরকার তা নিয়েও কথা বলেছেন তিনি।

Pakistani activist
Malala Yousafzai

By

Published : Mar 1, 2021, 1:49 PM IST

দিল্লি, 1 মার্চ: ভারত-পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে বলেই আশাবাদী পাকিস্তানের তরুণ নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজ়াই। 14 তম জয়পুর ভাষা উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এমনই বললেন তিনি।

এই অনুষ্ঠানে এসে প্রায় 1 ঘণ্টা ভারতীয় সাংবাদিক প্রজ্ঞা তিওয়ারির সঙ্গে কথাও বলেন তিনি। কথা বলেন নিজের লেখা বই 'উই আর ডিসপ্লেসড' সম্পর্কে। যেখানে মালালা ইউসুফজ়াই বলেন, 'আমার বইয়ের মূল বিষয় হল সমগ্র বিশ্বের শরণার্থী নাবালিকাদের নিয়ে।'

মালালা তাঁর নিজের লেখা বইতে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে মহিলাদের কথাও তুলে ধরেছেন। তিনি তাঁর গল্পটি পড়ার জন্য সমস্ত মহিলাদের অনুরোধও জানিয়েছেন সাংবাদিকের মাধ্যমে। মালালা জোর দিয়েছেন সেইসব মহিলাদের যারা শিক্ষার সুযোগ পায় না। একইসঙ্গে প্রতিধ্বনির কথাও বলেছেন তিনি। পাশাপাশি বাল্যবিবাহ, দারিদ্র, সাংস্কৃতিক নিয়ম, যুদ্ধ এবং সংঘাতের বিষয়ও তুলে ধরেন।

আরও পড়ুন: মালালাকে প্রাণনাশের হুমকি, টুইটারে সরব নোবেলজয়ী

মালালা ইউসুফজ়াই সাংবাদিককে বলেন, "আপনি ভারতীয় এবং আমি পাকিস্তানি। আমরা অনেক ভালো, তবে কেন আমাদের মধ্যে এই বিদ্বেষ তৈরি হয়েছে? সীমানা, বিভাগ-বিভাজন এবং দর্শন কখনোই দর্শন হিসেবে কাজ করে না। মানুষ হিসেবে আমরা সকলেই নিজের দেশে শান্তিতে থাকতে চাই।"

ABOUT THE AUTHOR

...view details