বেজিং, 27 অগস্ট : করোনায় আক্রান্ত হয়ে যাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, তাঁদের অন্তত অর্ধেক মানুষ টানা 12 মাস ধরে কোভিডের অন্তত একটি উপসর্গে ভুগেছেন ৷ শুক্রবার দ্য ল্যানসেট (The Lancet) পত্রিকায় প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ৷ চিনের উহান প্রদেশের 1 হাজার 276 জন করোনাজয়ীর উপর এই সমীক্ষা চালাতে গিয়ে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার একবছর পর করোনা থেকে সেরে ওঠা প্রতি তিনজনের মধ্যে একজনের শ্বাসকষ্ট হচ্ছে ৷ এঁদের অনেকেরই ফুসফুস আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গিয়েছে ৷ বিশেষ করে যাঁরা করোনার কবলে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁদেরই সমস্যা বেশি হচ্ছে ৷ বস্তুত, যে জনগোষ্ঠীতে কোভিড সেভাবে থাবা বসাতে পারেনি, তাঁদের তুলনায় কোভিডজয়ীরা অনেক বেশি দুর্বল ৷
আরও পড়ুন :Coronavirus : 1 সেপ্টেম্বর থেকেই দিল্লিতে খুলছে স্কুল, দফায় দফায় ক্লাস শুরু
চায়না-জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের অধ্যাপক বিন কাও এই প্রসঙ্গে জানান, হাসপাতালে যে করোনা আক্রান্তরা চিকিৎসাধীন ছিলেন, তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষাগুলির মধ্যে এটিই সবথেকে বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করতে পারা গিয়েছে ৷ কাও আরও জানান, একথা ঠিক যে কিছু মানুষ খুব ভালভাবেই সেরে উঠেছেন ৷ কিন্তু, অনেকেরই গুরুতর সমস্যা হচ্ছে ৷ বিশেষ করে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে থাকাকালীন যাঁদের অবস্থা সঙ্কটজনক ছিল, তাঁরা অনেকেই এখনও পর্যন্ত করোনার ক্ষত পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি ৷