পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

হাফিজ় সইদের 11 বছরের জেল - Hafiz Saeed sentenced to 5 years jail by Pakistan court

হাফিজ় সইদ, 26/11 হামলার মাস্টার মাইন্ডকে 11 জন্য কারাদণ্ডের আদেশ দিল পাকিস্তান আদালত । সন্ত্রাসবাদী কাজে আর্থিক মদত দেওয়ার জন্য তার সাজা ঘোষণা করা হয় ৷ খবর সংবাদ সংস্থা ANI সূত্রে ।

hafiz
hafiz

By

Published : Feb 12, 2020, 5:38 PM IST

Updated : Feb 12, 2020, 9:28 PM IST

ইসলামাবাদ, 12 ফেব্রুয়ারি : 26/11 হামলার মাস্টার মাইন্ড হাফিজ় সইদকে 11 বছরের কারাদণ্ডের আদেশ দিল পাকিস্তানের এক আদালত । সন্ত্রাসবাদী কাজে আর্থিক মদত দেওয়ার জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে ৷

2008 সালে 26/11 হামলায় মুম্বইয়ে মারা যান 166জন । এই হামলার অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন হাফিজ় সইদ । এর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হাফিজকে নিষিদ্ধ ঘোষণা করে । তার বিরুদ্ধে 23টি সন্ত্রাসবাদী হামলার মামলা রয়েছে পাকিস্তানে । ভারতেও তার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালানোর মামলা রয়েছে । কিন্তু, পাকিস্তান তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ এত অভিযোগ সত্ত্বেও তার পাকিস্তানে অবাধে ঘুরে বেড়ানোর অনুমতি ছিল । কিন্তু, হাফিজ় ইশুতে পাকিস্তানের উপর চাপ দিতে শুরু করে আন্তর্জাতিক মহল ৷ চাপের মুখে পড়ে 2017 সালে সন্ত্রাসবাদ আইনের আওতায় হাফিজ় সইদ ও তার চার সহায়ককে আটক করে পাকিস্তান সরকার । কিন্তু মাত্র 11 মাস পর মুক্ত হয়ে যায় তারা ৷

লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা ও জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ় সইদ । পাকিস্তানের পঞ্জাব পুলিশের কাউন্টার টেররিজ়ম বিভাগের তরফে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজে আর্থিক মদত এবং আর্থিক তছরুপের একাধিক অভিযোগ আনা হয় । সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছে হাফিজ় ৷ তার আইনজীবী জানান, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সদস্য হওয়ার জন্য এবং বেআইনি সম্পত্তির অধিকারী হওয়ার জন্য তাকে দোষী সাবস্ত করেছে পাকিস্তানের ওই সন্ত্রাসবাদ বিরোধী আদালত । সন্ত্রাসবাদী কাজে আর্থিক মদত দেওয়ার জন্য তার সাজা ঘোষণা হয়েছে । পাশাপাশি প্রতিটি মামলার জন্য তাকে 15,000 টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Last Updated : Feb 12, 2020, 9:28 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details