কলম্বো, 17 নভেম্বর : শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন গোতাবায়া রাজাপক্ষ । 5.2 শতাংশ ভোটের ব্যবধানে তিনি প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পার্টির সজিথ প্রেমদাসাকে পরাজিত করেন ।
শ্রীলঙ্কার তামিল সংখ্যালঘু এলাকাগুলিতে সজিথ প্রেমদাসা ভালো ফল করলেও সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের এলাকাগুলিতে খারাপ ফল করেছেন । যেখানে সিংহলীদের এলাকাগুলি থেকে ভালো রকম সমর্থন পেয়ে জয়ী হয়েছেন গোতাবায়া রাজাপক্ষ । তিনি শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষর ভাই । গোতাবায়া রাজাপক্ষ শ্রীলঙ্কার প্রাক্তন প্রতিরক্ষা সচিবও ছিলেন ।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান মহিন্দা দেশপ্রিয় জানান,15.99 মিলিয়ন বৈধ ভোটারের 80 শতাংশ গতকাল ভোট দিয়েছেন । গতকালের নির্বাচনে 6 মিলিয়ন ব্যালট গণনা হয়েছে । যার মধ্যে 49.6 শতাংশ ভোট পেয়েছেন 70 বছর বয়সি রাজাপক্ষ । আর 44.4 শতাংশ ভোটে পেয়েছেন সজিথ প্রেমদাসা ।
রাজাপক্ষর মুখপাত্র কেহেলিয়া রামবুকোয়েলা বলেন, "এটা নিশ্চিত জয় । গোতা পরবর্তী প্রেসিডেন্ট হবে বলে আমরা খুব খুশি ।"
প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের সাতমাস আগে শ্রীলঙ্কায় সন্ত্রাস হামলায় 269 জন মানুষের মৃত্যু হয় । ভোট প্রচারে এই ঘটনাকেই ইশু হিসেবে তুলে ধরেছিলেন রাজাপক্ষ । নির্বাচনে জিতলে জাতীয় সুরক্ষা শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি । ওয়াকিবহাল মহলের মতে, রাজাপক্ষর সেই প্রতিশ্রুতিই কাজে দিয়েছে ।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় গোতাবায়া রাজাপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি টুইট করেন, "প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা । দুই দেশ ও তাদের মানুষের ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করে তোলার জন্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সুরক্ষার জন্য আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি ।" আরেকটি টুইটে মোদি শ্রীলঙ্কাবাসীকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় শুভেচ্ছা জানিয়েছেন ।