পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাংলাদেশের মসজিদে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ, মৃত বেড়ে 21 - গ্যাস বিস্ফোরণে মৃত বেড়ে 21

শুক্রবার সন্ধ্যার নমাজ়ের সময় নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ঘটে । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

Gas explosion in Bangladesh mosque
মসজিদে গ্যাস বিস্ফোরণ

By

Published : Sep 6, 2020, 10:36 AM IST

ঢাকা, 6 সেপ্টেম্বর : বাংলাদেশের নারায়ণগঞ্জে বায়তুস সালাহ জামে মসজিদে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 21 । গুরুতর জখম 15 জনেরও বেশি । তাদের হাসপাতালে চিকিৎসা চলছে ।

শুক্রবার সন্ধ্যায় নমাজ়ের জন্য অনেকেই মসজিদে জড়ো হয়েছিলেন । সেই সময়ই বিস্ফোরণটি ঘটে । নারায়ণগঞ্জ দমকল কেন্দ্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল্লাহ আল আরেফিন বলেন, ভূগর্ভস্থ পাইপ লিক করে গ্যাস বেরিয়ে মসজিদের ভিতরে ছড়িয়ে যায় । সেই সময় কেউ AC বা ফ্যানের সুইচ অন বা অফ করতে গেলেই বিস্ফোরণ ঘটে । মৃতদের মধ্যে এক সাত বছরের শিশুও রয়েছে বলে জানান তিনি ।

ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি-তে 15 জনেরও বেশি জনের চিকিৎসা চলছে । ইনস্টিটিউটের চিকিৎসক পার্থশংকর পাল বলেন, তাঁদের সকলের অবস্থাই আশঙ্কাজনক । স্থানীয় দমকল বিভাগ ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details