ওসাকা (জাপান), 28 জুন : মানবতার সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসবাদ । ওসাকায় G-20 সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সন্ত্রাসবাদকে মদত দেয় এমন সমস্ত মাধ্যমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে BRICS-র সদস্য সমস্ত দেশের কাছে আবেদন জানান নরেন্দ্র মোদি ।
আজ G-20 সম্মেলনের প্রথম দিনে BRICS-র শীর্ষ নেতৃত্বের সামনে বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরেন মোদি । তার মধ্যে দুটি হল আন্তর্জাতিক বাণিজ্যের পতন রুখতে ব্যবস্থা, প্রযুক্তির উন্নয়ন বজায় রাখা ও উষ্ণায়ন রোধে ব্যবস্থা । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একত্রে সন্ত্রাসবাদের মোকাবিলা করা ।
আরও পড়ুন : জয়শংকরের সঙ্গে বৈঠক পম্পেওর, উঠল ইরান ও S-৪০০ প্রসঙ্গ