দিল্লি, 9 জানুয়ারি:বালাকোট নিয়ে মুখ পুড়ল পাকিস্তানের। ভারতীয় বায়ুসেনার হামলায় বালাকোটে যে জঙ্গিরা নিহত হয়েছিল, তা মেনে নিলেন এক প্রাক্তন পাকিস্তানি কূটনীতিক। জাফর হিলালি নামের ওই কূটনীতিক এক টিভি চ্যানেলে এই কথা জানিয়েছেন। 2019 সালের 26 ফেব্রুয়ারি বালাকোটে বায়ুসেনার হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় 300 জন জঙ্গির মৃত্যু হয় বলে তিনি জানিয়েছেন। অথচ এই কূটনীতিকই সেই সময় নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেলে দাবি করতেন যে ভারতের বায়ুসেনার হামলায় একজনেরও মৃত্যু হয়নি।
পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে অবস্থিত বালাকোট। সেখানেই চলে জয়েশ-ই-মহম্মদের জঙ্গি প্রশিক্ষণ শিবির। 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায়। সেনা কনভয়ে হওয়া ওই হামলায় বহু জওয়ান শহিদ হন। এই ঘটনায় জয়েশ যোগ খুঁজে পাওয়া গিয়েছিল। পুলওয়ামা হামলার 12 দিনের মধ্যেই ভারতীয় বায়ুসেনা অতর্কিতে হামলা চালায় বালাকোটের জঙ্গি শিবিরে। ভারত বারবার দাবি করেছে যে ওই হামলায় জয়েশের জঙ্গি প্রশিক্ষণ শিবির কার্যত ধ্বংস হয়ে যায়। পাকিস্তান কিন্তু তা মানতে চায়নি কখনও।