পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

শ্রীনগর ভুলে মুজ়ফ্ফরাবাদ রক্ষায় নজর দিক পাকিস্তান, ইমরানের সমালোচনায় বিলাওয়াল

এবার নিজের দেশেও কাশ্মীর ইশুতে সমালোচনার মুখে পড়তে হল ইমরান খানকে । গতকাল পাকিস্তানের বিরোধী দলনেতা বিলাওয়াল ভুট্টো জ়ারদারি কাশ্মীর ইশুতে পাকিস্তান সরকারের মনোভাবের সমালোচনা করেন ।

ইমরানের সমালোচনায় বিলাওয়াল

By

Published : Aug 28, 2019, 1:33 PM IST

ইসলামাবাদ, 28 অগাস্ট : চিনের সঙ্গে হাত মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইশু তুলে বিদেশে মুখ পুড়েছে ইমরান খান প্রশাসনের । এবার নিজের দেশেও এই ইশুতে সমালোচনার মুখে পড়তে হল ইমরান খানকে । গতকাল পাকিস্তানের বিরোধী দলনেতা বিলাওয়াল ভুট্টো জ়ারদারি কাশ্মীর ইশুতে পাকিস্তান সরকারের মনোভাবের সমালোচনা করে বলেন, "আমাদের প্রধানমন্ত্রীর উচিত শ্রীনগর ভুলে মুজ়ফ্ফরাবাদকে (পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী) বাঁচানোর কথা ভাবা ।"

ভুট্টো বলেন, "প্রথমে পাকিস্তান ভাবত কীভাবে শ্রীনগর দখল করবে । এখন ইমরান খান সরকারের অক্ষমতার কারণে আমাদের কাশ্মীর নীতি হয়ে দাঁড়িয়েছে, কীভাবে আমরা মুজ়ফ্ফরাবাদকে রক্ষা করব । একদিকে যখন নরেন্দ্র মোদি কাশ্মীরের উপর নিজের কর্তৃত্ব বজায় রাখলেন, তখন আমাদের প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে যাচ্ছেন । কাশ্মীর ইশুতে আমাদের সরকার পুরোপুরি ব্যর্থ । "

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের বিষয়টি হজম করতে পারছে না পাকিস্তান । 5 অগাস্ট 370 ধারা প্রত্যাহারের পর বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে । ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে ফেরত পাঠিয়েছে ইসলামাবাদ প্রশাসন । বন্ধ করেছে সমঝোতা এক্সপ্রেস ও বন্ধন বাস পরিষেবা । শুধু তাই নয়, সম্প্রতি ইমরান খান বলেছেন, "আন্তর্জাতিক মহলের সমর্থন না পেলেও কাশ্মীর ইশুতে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে পাকিস্তান ।" কিন্তু কাশ্মীর ইশুতে পরোক্ষে যুদ্ধের হুংকার দিলেও শেষে নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে পড়ল ইমরানের কাশ্মীর নীতি ।

ABOUT THE AUTHOR

...view details