পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ঢাকায় হাসপাতালের আইসোলেশন সেন্টারে আগুন, মৃত 5 - corona virus news

ঢাকার এক হাসপাতালের আইসোলেশন সেন্টারে আগুন । পাঁচজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

ছবি
ছবি

By

Published : May 28, 2020, 5:35 PM IST

ঢাকা, 28 মে : ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন সেন্টারে আগুন লেগে মৃত্যু হল পাঁচজনের । তাঁদের মধ্য়ে তিনজন কোরোনা আক্রান্ত । তবে হাসপাতালের মূল বিল্ডিং অক্ষত রয়েছে । অন্য রোগীরাও সুরক্ষিত রয়েছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে আজ দমকলের তরফে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

ইউনাইটেড হাসপাতালের বাইরে কোরোনা রোগীদের জন্য তাঁবু তৈরি করে একটি আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছিল । গতকাল রাত 10টা নাগাদ সেখানে আগুন লাগে । তড়িঘড়ি খবর দেওয়া দমকলে । আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে । প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের তিনটি ইঞ্জিন । ততক্ষণে চারটি রুম পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় । ফলে ভিতরে থাকা পাঁচজনকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি । আগুনে পুড়ে আইসোলেশন সেন্টারের মধ্যেই মৃত্য়ু হয় পাঁচজনের । তবে হাসপাতালের মূল বিল্ডিং ও নিচের তলার ICU রুম অক্ষত রয়েছে । আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি । হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও স্পষ্টভাবে কোনও বক্তব্য মেলেনি ।

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে । এবিষয়ে আইসোলেশন সেন্টারে থাকা রোগীর এক আত্মীয় বলেন, AC থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় ।

আগুন লাগার ঘটনায় আজ দমকলের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । তারপর পরবর্তী তদন্ত শুরু হবে ।

ABOUT THE AUTHOR

...view details