পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কারবালায় পদপিষ্ট হয়ে মৃত 31 - Shiite Shrine in Iraq's Karbala

ইরাকে পদপিষ্ট হয়ে মৃত্যু হল 31 জনের ৷ আহতের সংখ্যা শতাধিক ৷

কারবালায় পদপিষ্ট হয়ে মৃত 31

By

Published : Sep 11, 2019, 8:13 AM IST

Updated : Sep 11, 2019, 8:34 AM IST

কারবালা (ইরাক), 11 সেপ্টেম্বর : প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল 31 জনের ৷ মঙ্গলবার আসুরা দিবস পালন করার সময় প্রবল ভিড়ের চাপে কারবালা শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রক ।

ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ মঙ্গলবার মহরম উপলক্ষ্যে আসুরা দিবস পালন করার সময় ভিড়ের চাপেই এই দুর্ঘটনা ঘটে ৷ ঘটনায় আহতের সংখ্যা 100-রও বেশি ৷

ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক শহর কারবালা । প্রতিবছরের মতোই মহরমে আসুরার দিনে কয়েক লাখ তীর্থযাত্রী তাজিয়া মিছিলের জন্য এসেছিলেন কারবালায় । লাখ লাখ মানুষ কারবালায় ইমাম হুসেইনের মাজারের দিকে দৌড়ে যাওয়ার সময়ই প্রবেশদ্বারের কাছে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ৷

680 খ্রিষ্টাব্দে আসুরার দিনেই মহরমে হজরত মহম্মদের নাতি হুসেইনের মৃত্যুর স্মরণে কারবালায় হাজির হন কয়েক লাখ শিয়া ভক্ত । তরোয়াল দিয়ে নবীন ভক্তরা নিজের কপাল চিরে রক্তাক্ত হন । এমনই দৃশ্য কারবালার মতোই দেখা যায় ইরাকের অন্যত্রও ৷ অতীতেও তীর্থযাত্রী পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে ৷

Last Updated : Sep 11, 2019, 8:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details