পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর সিদ্ধান্তের প্রশংসায় ফসি

কোভিশিল্ড ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান বাড়ানোর সিদ্ধান্তকে যুক্তিযুক্ত পদক্ষেপ বললেন হোয়াইট হাউজের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা চিকিৎসক অ্যান্থনি ফসি ৷ বারেবারেই ভারতের করোনা সংকটের সমাধানে লকডাউন, ভ্যাকসিনেশনের উপর জোর দিয়েছেন তিনি ৷

অ্যান্থনি ফসি
অ্যান্থনি ফসি

By

Published : May 14, 2021, 3:33 PM IST

Updated : May 14, 2021, 3:53 PM IST

ওয়াশিংটন, 14 মে : ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া আর দু’টো ডোজের মাঝে সময়ের ব্যবধান বাড়ানোর পদক্ষেপের প্রশংসা করলেন স্বয়ং হোয়াইট হাউজের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা চিকিৎসক অ্যান্থনি ফসি ৷ বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে তিনি একে যুক্তিযুক্ত পদক্ষেপ বলে আখ্যা দেন ৷

তিনি বলেন, "ভারতের মতো দেশে খুবই সমস্যাপূর্ণ অবস্থায় প্রচুর সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে হবে ৷ সেটা যত দ্রুত করা যায়, ততই ভালো ৷ এটা খুবই যুক্তিপূর্ণ পদক্ষেপ করা হয়েছে৷ "

বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে, কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ডের দু'টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান 6-8 সপ্তাহ থেকে বাড়িয়ে 12-16 সপ্তাহ করা হল ৷

এই সিদ্ধান্তের সমালোচনা করে অনেকেই জানিয়েছেন, ভ্যাকসিনের ঘাটতি পূরণ করতে এই ব্যবস্থা ৷

তবে ফসির মতে ভ্যাকসিনের প্রভাবের দিক থেকেও এই বর্ধিত ব্যবধান উপকারী ৷

এদিন থেকেই স্পুটনিক-ভি ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেল ৷ এর ফলে 18 বছর ও তার ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়ার প্রকল্পে তিনটি ভ্যাকসিন হাতে রইল ভারতের ৷

আরো পড়ুন: অক্সিজেনের চরম সঙ্কট, চার দিনে ৭৪ জন করোনা রোগীর মৃত্যু গোয়ায়

স্পুটনিক-ভি-র প্রশংসা করে ফসি জানিয়েছেন, কোভিড-19-এর বিরুদ্ধে এর লড়াইয়ের ক্ষমতা 90 শতাংশ ৷

গত বছর আমেরিকা কোভিড-19 লড়াইয়ে দু’টি যুদ্ধজাহাজ ইউএসএনএস মার্সি আর ইউএসএনএস কমফর্টকে স্থায়ী ভাবে নোঙর করেছিল নিউ ইয়র্ক আর লস অ্যাঞ্জেলেসে ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি জানি ভারতে কোভিড রোগীরা হাসপাতালে বেড ভর্তি হতে পারছেন না, কারণ সেখানে বেড খালি নেই ৷ এই অবস্থায় সামরিক সাহায্য নিলে দ্রুত সমস্যার সমাধান হতে পারে ৷"

তবে এই মুহূর্তে ভারতে সংক্রমণের যে হার, তাতে ভারতে যাতায়াত বন্ধ রাখাকেই সমর্থন করছেন ফসি ৷

একদিকে বিশ্বে বহু মানুষ ভ্যাকসিন পাচ্ছেন, আর গরমের ছুটিও চলে এসেছে ৷ তাই সব দেশই জোর চেষ্টা চালাচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট বা ডিজিটাল হেলথ সার্টিফিকেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে ৷ তবে "অনেক দেশই ভ্যাকসিন পাসপোর্ট না থাকলে বিমানে যাতায়াত করতে দিচ্ছে না, কিন্তু আমেরিকায় ভ্যাকসিন পাসপোর্ট এখনও আবশ্যিক হয়নি", বললেন হোয়াইট হাউজের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা ৷

Last Updated : May 14, 2021, 3:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details